কলকাতা: খাতা-পেন ছাড়ায় স্নাতকোত্তরে প্রবেশিকা পরীক্ষা হবে অনলাইনে৷ পরীক্ষায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ বলে পরীক্ষা ব্যবস্থায় নয়া ঘোষণা কলকাতা বিশ্ববিদ্যালয়ের৷ রাজ্য এই প্রথম কোনও কলেজে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে অনলাইনে৷
কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এবার থেকে স্নাতকোত্তরে প্রবেশিকা পরীক্ষা হবে অনলাইনে৷ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা৷ কলকাতা মধ্যেই রাখা হবে পরীক্ষাকেন্দ্র৷ অনলাইনে যাঁরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে থাকে, সেই সমস্ত সংস্থাকে দিয়ে স্নাতকোত্তরে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
জানা গিয়েছে, পরীক্ষায় মোট ৫০টি নম্বর থাকবে৷ প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর ২ নম্বর করে থাকবে৷ উত্তর ভুল হলে কাটা যাবে যাবে৷ কলা বিভাগে মোট আসন ৪৩৭৩টি৷ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ২৮৭৪টি৷ কলেজগুলিতে ১৪৯৯টি৷ বিজ্ঞান বিভাগে মোট আসন ৩০৭৪টি৷ বিশ্ববিদ্যালয়ে ১৮০৮টি৷ কলেজগুলিতে রয়েছে ১২৬৬টি আসন৷ বাণিজ্য বিভাগে রয়েছে ১২৪৮টি আসন৷ বিশ্ববিদ্যালয়ে ৮৩৮ ও কলেজগুলিতে রয়েছে ৪১০টি আসন৷