কলকাতা: মেট্রো বিভ্রাট। দেরিতে পৌঁছে পরীক্ষাই দিতে পারলেন না কলকাতা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া। সকালেই মেট্রোয় জোড়া বিপর্যয়। উত্তর ও দক্ষিণ দুদিকেই ব্যাহত হয় ট্রেন চলাচল। আর তার জেরে পরীক্ষা হলে সময়মতো ঢুকতে পারেননি ১৫ জন পড়ুয়া। দেওয়া হয়নি পরীক্ষা। ওই পরীক্ষার্থীদের সিট পড়েছিল যোগেশচন্দ্র কলেজে। পরীক্ষা শুরু হয় সকাল ১০ টায়। কিন্তু মেট্রো বিভ্রাটে সড়কপথে কলেজে পৌঁছতে ১৫ মিনিটের বেশি দেরি হয়ে যায় ওই পরীক্ষার্থীর।
বারবার অনুরোধ করলেও সময় পেরিয়ে যাওয়ায় তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। ১১ টার সময় তাঁদের কাছে নির্দেশ আসে একঘণ্টা পেরিয়ে যাওয়ায় ঢুকতে দেওয়া যাবে না। কারণ, ১ ঘণ্টা পেরিয়ে গেলে প্রশ্নপত্র বাইরে চলে আসার সম্ভাবনা থাকে। তাই কোনওভাবেই ছাত্রদের ভিতরে ঢুকতে দেওয়া সম্ভব ছিল না বলে জানান যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ।
মেট্রো বিভ্রাটে একটা গোটা অ্যাকাডেমিক ইয়ার নষ্ট হওয়ার আশঙ্কা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ১৫ জন ছাত্রের। চিন্তায় পরীক্ষার্থী থেকে অভিভাবক সবাই। বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হন পরীক্ষার্থীরা। লিখিত আবেদন পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বছর নষ্ট হবে না বলেও আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন পড়ুয়ারা।