কলকাতা: স্কুল পড়ুয়াদের মধ্যে আত্মহত্যা প্রবণতা রুখতে নয়া ব্যবস্থা আনতে চলছে শিক্ষা দপ্তর৷ শিশু সুরক্ষা কমিশন পাঠানো প্রস্তাব খতিয়ে দেখছে পার্থ চট্টোপাধ্যায়ের দপ্তর৷ ছাত্রছাত্রীদের অবসাদ সংক্রান্ত কোনও সমস্যা আছে কি না, তা জানতে এবার স্কুল ডায়েরিতে নয়া সংস্থান রাখার প্রস্তাব রাজ্য শিশু কমিশন৷ এই মর্মে শিক্ষা দপ্তরের কাছে একটি প্রস্তাব দিয়েছে কমিশন৷
আগামীদিনে যাতে পড়ুয়াদের মধ্যে আত্মহত্যা প্রবণতা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে স্কুল ডায়েরিতে তা উল্লেখ করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ এই বিষয়ে সংবাদ মাধ্যমে শিশু সুরক্ষা চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেন, আমরা চাই স্কুলের ডায়েরিতে একটি জায়গা দেওয়া হোক৷ যেখানে পড়ুয়াদের বাবা-মা লিখবেন যে, তার ছেলে বা মেয়ের অবসাদ সংক্রান্ত কোনও রোগ বা সমস্যা আছে কি না৷ এই সমস্যার জন্য কোনও চিকিৎসা চললে, তারও উল্লেখ করতে হবে৷ ফলে, শিক্ষকরা সতর্ক থাকতে পারবেন৷