স্কুলেও ধর্মীয় ভেদাভেদ! বিতর্কে জল ঢালল সরকারি বিজ্ঞপ্তি

কলকাতা : সরকারি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, ৭০ শতাংশের বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রী রয়েছে এমন স্কুলে আলাদা করে ডাইনিং হল তৈরি করা হবে৷ বিরোধিতায় নামে বিজেপি সহ রাজ্যের বিরোধী দলগুলি৷ বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তির প্রতিলিপি সামনে আসতেই বিতর্ক সৃষ্টি হয়৷ শুক্রবার বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান৷ জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়ে দেন,

স্কুলেও ধর্মীয় ভেদাভেদ! বিতর্কে জল ঢালল সরকারি বিজ্ঞপ্তি

কলকাতা : সরকারি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল, ৭০ শতাংশের বেশি সংখ্যালঘু ছাত্রছাত্রী রয়েছে এমন স্কুলে আলাদা করে ডাইনিং হল তৈরি করা হবে৷ বিরোধিতায় নামে বিজেপি সহ রাজ্যের বিরোধী দলগুলি৷ বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তির প্রতিলিপি সামনে আসতেই বিতর্ক সৃষ্টি হয়৷ শুক্রবার বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান৷ জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

জানিয়ে দেন, ওই নির্দেশিকা বাতিল করা হবে৷ ধর্মের ভিত্তিতে আলাদা খাবার ঘর না বানিয়ে সকলের জন্যই বানিয়ে দেওয়া হবে বলেই বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী৷

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজের ফেসবুকে এই বিতর্কিত বিজ্ঞপ্তির প্রতিলিপি পোস্ট করে লেখেন, শিক্ষা বিভাগে হিন্দু-মুসলমান ভেদাভেদ কেন? এর পিছনে কি অন্য উদ্দেশ্য আছে?  রাজ্য বিধানসভায় বিজেপির দলনেতা মনোজ টিগ্গা সাংবাদিক দাবি করেন, রাজ্য সরকার উদ্দেশ্য প্রণদিতভাবে স্কুলের শিশুদের মনে জাতপাতের বিষ ছড়িয়ে দিতে চাইছে৷ বিতর্ক তৈরি হতেই রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, এবার সমস্ত স্কুলেই ডাইনিং হল তৈরি করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + five =