নয়াদিল্লি: রাজ্যে বিজেপির রথযাত্রা নিয়ে আগামী ৮ জানুয়ারি শুনানি শীর্ষ আদালতে। রথ যাত্রা ইস্যুতে কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে আদেবন করেছিল রাজ্য বিজেপি। শীতকালীন অবসর কাটিয়ে সুপ্রিম কোর্ট খুলতেই রথযাত্রার মামলার শুনানি শুরু হয়৷ সুপ্রিম কোর্টে বিজেপির আইনজীবী দ্রুত শুনানির আবেদন করে৷ কিন্তু, শীর্ষ আদালতের তরফে রাজ্যে বিজেপির রথযাত্রা নিয়ে আগামী ৮ জানুয়ারি শুনানি দিন ধার্য করা হয়৷
বিজেপির পরিকল্পনা ছিল লোকসভা নির্বাচনের আগে বাংলায় রথযাত্রার আয়োজন করার। তিনটি রথ ৪২টি লোকসভা কেন্দ্রকে ছুঁয়ে যাবে, পরিকল্পনা ছিল বিজেপির। যদিও পরবর্তী সময়ে রাজ্য সরকার রথযাত্রার অনুমতি না দেওয়ায় তা আইনি জটে বন্দি হয়ে পড়েছে৷ শীর্ষ আদলতেরও ঝুলছে মামলা৷ ফলে, রথযাত্রার আশা ছেড়ে এবার মোদির সভার উপর গুরুত্ব বাড়াতে চলেছে বঙ্গ বিজেপি৷
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রথম সভা রাজ্যে হতে পারে ২৯ জানুয়ারি। দিল্লিতে একটি তালিকাও পাঠানো হয়েছে। তবে কোনও কিছুই চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন তিনি। নতুন বছরে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সভা হতে পারে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।
Supreme Court to hear on January 8, the appeal of the BJP against the Calcutta High Court order with respect to stopping BJP’s yatra in the state of West Bengal. pic.twitter.com/vsGN5iWpsG
— ANI (@ANI) January 3, 2019