স্কুল শিক্ষায় বড়সড় পরিবর্তন আনছে রাজ্য! বদল সিলেবাসে

কলকাতা: লক্ষ্য শিক্ষার গুণগত মান বৃদ্ধি। তাই পাঠ্যসূচিতে বেশকিছু রদবদল আনতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর। জানা গিয়েছে, নতুন পাঠ্যসূচিতে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আবশ্যিক করা হচ্ছে কম্পিউটার এডুকেশন। সেই জন্য এবার নিজেরাই বই প্রকাশ করবে শিক্ষা দপ্তর৷ পড়ুয়াদের কাছে পঠনপাঠন ব্যবস্থা আরও আকর্ষণীয় করে তুলতে ছবি-সহ বই প্রকাশ করতে চলেছে রাজ্য৷ এই ধরনের

স্কুল শিক্ষায় বড়সড় পরিবর্তন আনছে রাজ্য! বদল সিলেবাসে

কলকাতা: লক্ষ্য শিক্ষার গুণগত মান বৃদ্ধি। তাই পাঠ্যসূচিতে বেশকিছু রদবদল আনতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর। জানা গিয়েছে, নতুন পাঠ্যসূচিতে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আবশ্যিক করা হচ্ছে কম্পিউটার এডুকেশন। সেই জন্য এবার নিজেরাই বই প্রকাশ করবে শিক্ষা দপ্তর৷ পড়ুয়াদের কাছে পঠনপাঠন ব্যবস্থা আরও আকর্ষণীয় করে তুলতে ছবি-সহ বই প্রকাশ করতে চলেছে রাজ্য৷ এই ধরনের ছবির বইয়ে থাকবে ১৫টি বিষয়। সহজপাঠকে মডেল করে অন্য ভাষাতেও ছোটদের উপযোগী বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর।

এই বিষয়ে সিলেবাস কমিটির সদস্য ঋত্বিক মল্লিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, পড়াশোনার মান বাড়াতে বদ্ধপরিক পশ্চিমবঙ্গ সরকার। বাংলা মিডিয়ামের স্কুলগুলিতে পঠন-পাঠনের গুণগত মান ঠিক থাকলে মানুষ কোন মোটা টাকা খরচ করে বেসরকারি স্কুলেগুলিতে নিজেদের ছেলেমেয়েদের ভর্তি করবেন? সেই সমস্যা দূর করতে শিক্ষার মান বাড়াতে চলেছে সরকার৷ রাজ্য শিক্ষা দপ্তর পরীক্ষামুলক ভাবে ৬৫টি ইংরেজি মাধ্যম স্কুল চালু করেছে৷ প্রতিটিতেই ছাত্র-ছাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। প্রথম বছরেই এই সাফল্য দেখে রাজ্য সরকার ঠিক করেছে, বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংরেজি মিডিয়াম স্কুলের সংখ্যা বৃদ্ধি করা হবে৷ আর সেই কারণে স্কুলে ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি বই প্রয়োজন যাতে নিখরচায় দেওয়া যায়, সেই কারণে শ্রেণিভিত্তিক বই ছাপানোর কাজ শুরু করতে চলেছে শিক্ষাদপ্তর৷ আগামী শিক্ষাবর্ষ থেকেই এই বইগুলি বিলি করা হবে৷

জানা গিয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্য গল্প, কবিতা, ব্যাকরণ সহ একাধিক বিষয়ের উপর ২৫টি নতুন সিলেবাসের বই তৈরি হচ্ছে৷ আগামী শিক্ষা বর্ষের জন্য সামাজিক বিষয়ের উপর গুরুত্ব দিয়ে ১৫টি ছবির বই  ছাপানো হবে৷ অনেকটা কোশ্চেন ব্যাংকের ধাঁচে প্রথম শ্রেণির থেকে দশম শ্রেণি পড়ুয়াদের জন্য তৈরি হচ্ছে আইটেম ব্যাংক৷ যাদের প্রথম ভাষা বাংলা, তাদের প্রাথমিকে সহজপাঠ দেওয়া হবে৷ কিন্তু, প্রাথমিকে সংস্কৃত, হিন্দি, উর্দু বা সাঁওতালি ভাষার পড়ুয়াদের জন্য সে রকম কোনও পাঠ্যসূচি নেই৷ রাজ্য শিক্ষা দপ্তর ঠিক করেছে, সব ভাষার জন্য সহজ পাঠের মতো একটি বই তৈরি করা হবে৷ এছাড়াও তৃতীয় ভাষা হিসাবে স্প্যানিশ ও ফ্রেঞ্চ পড়ানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =