কলকাতা: স্কুল পড়ুয়াদের সুরক্ষার জন্য এবার কমিটি গঠনের সরকারি নির্দেশ জারি করল স্কুলশিক্ষা দপ্তর৷ সদ্য প্রকাশিত সুরক্ষাবিধিতে কী কী প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে, তা তা উল্লেখ করা হয়েছে৷ এই সংক্রান্ত প্রতিবেদন আগেই প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷ এবার দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি স্কুলকে তা মানতে হবে৷ প্রয়োজনে বেসরকারি স্কুল তাদের মতো তা করতে পারে৷ কমিটি প্রতি তিন মাস অন্তর রিপোর্ট দেবে শিক্ষা দপ্তরকে৷
স্কুলে সুরক্ষাবিধি তৈরি করে সরকারিভাবে সেই কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে৷ কিছুদিন আগেই স্কুল পড়ুয়াদের সুরক্ষা বিধির রূপরেখা তৈরি করেছে শিক্ষা দপ্তর৷ এবার সেই বিধি স্কুলগুলিকে পাঠানো হবে বলে জানা গিয়েছে৷ বিভিন্ন বেসরকারি স্কুলে যেভাবে পড়ুয়াদের হেনস্তা করা হচ্ছে কিংবা সুরক্ষা লঙ্ঘিত হচ্ছে, তাতে চিন্তিত শিক্ষা দপ্তর৷ তাই এই বিধি তৈরি করে এমন ঘটনা এড়াতে চাইছে দপ্তর৷