পড়ুয়াদের পুষ্টি বাড়াতে ফুড প্যাকেট বিলির ঘোষণা রাজ্যের

কলকাতা: স্কুল পড়ুয়াদের পুষ্টি বাড়াতে এবার নয়া পদক্ষেপ নিল নারী ও শিশুকল্যাণ দপ্তর৷ অপুষ্টিতে ভোগা পড়ুয়াদের প্রাতরাশ ও দুপুরের খাবার দেওয়ার পাশাপাশি বাড়িতে নিয়ে গিয়ে বিকেলে খাওয়ার জন্য নতুন ফুড প্যাকেট দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য আইসিডিএস৷ রাজ্যের নয়া এই উদ্যোগ সম্পর্কে বিধানসভায় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানান, এই খাবার হবে রেডি টু ইট৷

পড়ুয়াদের পুষ্টি বাড়াতে ফুড প্যাকেট বিলির ঘোষণা রাজ্যের

কলকাতা: স্কুল পড়ুয়াদের পুষ্টি বাড়াতে এবার নয়া পদক্ষেপ নিল নারী ও শিশুকল্যাণ দপ্তর৷ অপুষ্টিতে ভোগা পড়ুয়াদের প্রাতরাশ ও দুপুরের খাবার দেওয়ার পাশাপাশি বাড়িতে নিয়ে গিয়ে বিকেলে খাওয়ার জন্য নতুন ফুড প্যাকেট দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য আইসিডিএস৷

রাজ্যের নয়া এই উদ্যোগ সম্পর্কে বিধানসভায় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানান, এই খাবার হবে রেডি টু ইট৷ অর্থাত বাড়ি গিয়ে কিছু জল মিশিয়ে খাওয়া যাবে এই খাবার৷ গম, বাদাম, ছোলা ও চিনি দিয়ে তৈরি ফুড প্যাকেট পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে৷ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তৈরি করা হবে এই ফুড প্যাকেট৷  প্যাকেট তৈরি কাজও শুরু হয়ে গিয়েছে বলেও জানান মন্ত্রী৷ পুজোর আগেই আপাতত দুটি জেলায় পাইলট প্রজেক্ট হিসেবে ফুড প্যাকেট বিলি করা হবে৷ ধীরেধীরে তা গোটা রাজ্যের সব অঙ্গনওয়াড়িতেই এই খাবার দেওয়া চালু হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =