রাজ্য সরকারের নয়া স্কলারশিপ, মিলবে ৩৩ হাজার টাকার ভাতা

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের বিধিবদ্ধ সংস্থা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য প্রি-ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, কম মিনস মেরিটকাম মেন্স স্কলারশিপের ব্যবস্থা করেছে৷ কারা কোন স্কলারশিপের জন্য যোগ্য? প্রি-ম্যাট্রিক স্কলারশিপ: পশ্চিমবঙ্গের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথম-দশম শ্রেণিতে যারা পড়াশোনা করছেন তারা আবেদন করতে পারেন৷

85a9f5da3bba4933cf6dba00b48a0fbe

রাজ্য সরকারের নয়া স্কলারশিপ, মিলবে ৩৩ হাজার টাকার ভাতা

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের বিধিবদ্ধ সংস্থা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য প্রি-ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, কম মিনস মেরিটকাম মেন্স স্কলারশিপের ব্যবস্থা করেছে৷ কারা কোন স্কলারশিপের জন্য যোগ্য?

প্রি-ম্যাট্রিক স্কলারশিপ: পশ্চিমবঙ্গের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথম-দশম শ্রেণিতে যারা পড়াশোনা করছেন তারা আবেদন করতে পারেন৷  পারিবারিক বার্ষিক আয় দু’লক্ষ টাকার মধ্যে হওয়া চাই৷ স্কলারশিপের পরিমাণ বছরে ১ হাজার থেকে ১১ হাজার টাকা পর্যন্ত হতে পারে৷

পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ: পশ্চিমবঙ্গে অবস্থিত রাজ্য সরকার স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ও মাধ্যমিক, আইটিআই ডিপ্লোমা, গ্রাজুয়েশন, মাস্টার্স, বিএড কোর্সে পড়াশোনা করেছেন তারা আবেদন করতে পারবেন৷ বার্ষিক আয় দু’লক্ষ টাকার মধ্যে হাওয়া চাই স্কলারশিপের পরিমাণ ১১২০০ টাকা থেকে ১৬৫০০ টাকা৷

মেরিট কাম মিনস স্কলারশিপ: পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক বা স্নাতকোত্তরস্তরে পেশাদারী বা কারিগরি কোর্সে পড়াশোনা করছেন, তারা আবেদন করতে পারবেন৷ পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা মধ্যে হওয়া চাই৷ স্কলারশিপের পরিমাণ বছরে ২২ হাজার টাকা থেকে ৩৩ হাজার পর্যন্ত স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে হবে অনলাইনে৷ আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর ২০১৯-এর মধ্যে৷ www.wbmdfc.org. Or www.wbmdfcscholarship.gov.in৷  একটি মোবাইল নাম্বারে একটি মাত্র আবেদনপত্র নথিভুক্ত করা যাবে৷ তবে প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে একটি মোবাইল নম্বরে দুটি প্রি-ম্যাট্রিক স্কলারশিপের জন্য আবেদন করা যেতে পারে৷ স্কলারশিপ সংক্রান্ত সকল তথ্য ওই মোবাইল নাম্বারে পাঠানো হবে৷ শিক্ষাপ্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে৷ প্রথম শ্রেণি বাদে অন্যান্য ক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে৷

একজন শিক্ষার্থী শুধুমাত্র একটি স্কলারশিপ পাওয়ার যোগ্য৷ দূর নিয়ন্ত্রিত শিক্ষা পদ্ধতিতে যারা পড়াশোনা করছেন তারা স্কলারশিপ পাওয়ার যোগ্য নন৷ প্রতিটি স্কলারশিপের ক্ষেত্রে অনলাইনে আবেদনপত্র প্রিন্ট আউটেরর সঙ্গে  ব্যাংক অ্যাকাউন্টের বইয়ের ফটোকপি, যাতে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড থাকবে৷ সঙ্গে বার্ষিক পারিবারিক আয়ের ঘোষণা শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে৷ এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন এই ঠিকানায়: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্তি নিগম, অম্বর ডিডি, ২৭ই, সেক্টর ১, সল্টলেক সিটি, কলকাতা ৭০০০৬৪, টোল ফ্রি নাম্বার: ১৮০০১২০২১৩০৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *