বিজেপি’র রথযাত্রা মামলায় মঙ্গলবার সুপ্রিমকোর্টে শুনানি সম্ভাবনা

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে বিজেপি’র রথযাত্রা বিতর্ক নিয়ে আগামী মঙ্গলবার সুপ্রিমকোর্টে শুনানি হবে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে এসেছে বিজেপি। মামলাটির দ্রুত শুনানির জন্য আজ দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের এজলাসে ‘মেনশন’ করেন বিজেপির হয়ে সওয়াল করতে প্রস্তুত আইনজীবী রঞ্জিতকুমার। আগামী সোমবার শুনানির দাবি করা হয়। কিন্তু রাজ্য সরকার আপত্তি জানায়। পশ্চিমবঙ্গ সরকারের

বিজেপি’র রথযাত্রা মামলায় মঙ্গলবার সুপ্রিমকোর্টে শুনানি সম্ভাবনা

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে বিজেপি’র রথযাত্রা বিতর্ক নিয়ে আগামী মঙ্গলবার সুপ্রিমকোর্টে শুনানি হবে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে এসেছে বিজেপি। মামলাটির দ্রুত শুনানির জন্য আজ দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের এজলাসে ‘মেনশন’ করেন বিজেপির হয়ে সওয়াল করতে প্রস্তুত আইনজীবী রঞ্জিতকুমার। আগামী সোমবার শুনানির দাবি করা হয়। কিন্তু রাজ্য সরকার আপত্তি জানায়।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী সুহান মুখোপাধ্যায় এবং আস্থা শর্মা। তাঁরা এই মামলার শুনানির বিরোধিতা করেন। পরে মঙ্গলবার শুনানির জন্য তাঁরা তৈরি বলে উল্লেখ করেন। সেই মতো প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেন, আগামী ৮ তারিখ মামলার শুনানি হবে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যে গণতন্ত্র নেই এই অভিযোগ করে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় রথযাত্রা করতে চায় নরেন্দ্র মোদির দল। আপত্তি করেছে রাজ্য। তা নিয়েই আদালতে শুরু হয়েছে রাজ্য সরকার এবং রাজ্য বিজেপির লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 1 =