কলকাতা: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে রান্নার গ্যাসের সংযোগ নিতে গেলে এবার পরিবারের প্রত্যেকের আধার নম্বর দিতে হবে। তা না হলে এলপিজি সংযোগ পেতে সমস্যা হবে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন চিফ জেনারেল ম্যানেজার (মার্কেটিং, এলপিজি) অভিজিৎ দে।
এ নিয়ে তাঁর ব্যাখ্যা, কেউ যাতে এই প্রকল্পে সুযোগের অপব্যবহার করতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা। তবে বিপিএল তালিকাভুক্ত যে কেউ এবার এই প্রকল্পে গ্যাসের সংযোগের জন্য আবেদন করতে পারবেন। এতদিন রান্নার গ্যাসের সংযোগের ক্ষেত্রে আধারের বিষয়টি ছিলই। কিন্তু এবার থেকে তার উপর বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, রান্নার গ্যাসের সংযোগ নেওয়ার পর কোনও একটি পরিবারের কেউ যদি অন্যত্র বসবাস শুরু করেন, তাহলে কি তিনি এই সুবিধা পাবেন? অভিজিৎবাবুর কথায়, একটি জায়গা থেকে আরেকটি জায়গায় চলে গেলেও, তাঁর রেশন কার্ড থাকতে হবে। সেটি জমা দিলে নতুন সংযোগ পেয়ে যাবেন তিনি।