কোচবিহার: শিক্ষকের অভাবে ধুঁকছে ১৮৩১ সালে স্থাপিত কোচবিহার জেলার সদর গভমেন্ট হাইস্কুল৷ ভয়াবহ সংকটের এই সরকারি বিদ্যালয়ের পড়ুয়ারা৷ অবিলম্বে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের ঘিরে বিক্ষোভ একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের৷
কোচবিহারে ঐতিহ্যবাহী এই সরকারি বিদ্যালয় ২০০৮ সাল থেকেই নেই দর্শন বিভাগের শিক্ষক৷ ২০১৩ সাল থেকে রাষ্ট্রবিজ্ঞান, স্ট্যাটিস্টিক, কম্পিউটার অ্যাপ্লিকেশন ও কম্পিউটার সায়েন্স বিষয়ে কোনও শিক্ষক নেই৷ এক বছর আগে রসায়নে শিক্ষক চলে যাওয়ায় সেই পদ এখনও শূন্য৷ অথচ এবারও একাদশ শ্রেণিতে এইসব বিষয়ে ছাত্র ভর্তি করা হয়েছে৷ শিক্ষক না থাকায় চরম দুর্ভোগের মুখে পড়ুয়ারা৷
কিন্তু তাতেও কোনও হেলদোল নেই স্কুল কর্তৃপক্ষের৷ ছাত্ররা জানিয়েছে, অবিলম্বে শিক্ষক নিয়োগ না করলে তারা প্রয়োজনে পথ অবরোধের শামিল হবে৷ ছাত্রীদের উত্থাপিত সমস্যার কথা স্বীকার করে নিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক গৌতম মজুমদার জানান, শিক্ষক সমস্যার কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি৷ সমস্যার সমাধানে ফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি৷