কলকাতা: এবার রাস্তায় নামবে গোলাপি ট্যাক্সি। চালাবেন প্রমীলারা। চড়বেনও মহিলারা। পরিবহণ দপ্তর সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে কিছু দিনের মধ্যেই রাস্তায় হলুদ, নীল-সাদা কিংবা হাল ফ্যাশনের সাদা লাক্সারি ট্যাক্সির সঙ্গে দাপিয়ে বেড়াবে এই ‘পিঙ্ক ক্যাব’।
সরকারের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন যাত্রী থেকে শুরু করে হলুদ, নীল-সাদা ট্যাক্সির মালিকরাও। গোলাপি ট্যাক্সিতে মহিলাদের সুরক্ষা আরও বাড়বে বলেই জানাচ্ছেন তাঁরা। সমস্ত শর্ত পূরণ করলে এই ট্যাক্সির জন্য সরকারের গতিধারা প্রকল্পে আর্থিক সহায়তাও পাওয়া যাবে। পরিবহণ দপ্তর এবং ট্যাক্সি সংগঠনগুলি সূত্রের খবর, বর্তমানে বহু মহিলাই ট্যাক্সি নামিয়ে যাত্রী পরিষেবা দিতে চাইছেন। বিষয়টি নিয়ে তাঁরা ট্যাক্সি সংগঠনের অফিস এবং পরিবহণ দপ্তরে খোঁজখবরও করছেন। পাশাপাশি ট্যাক্সিতে অতীতে নানা অবাঞ্ছিত ঘটনায় মহিলা যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। সার্বিক এই প্রেক্ষাপটেই গোলাপি ট্যাক্সির পারমিট দেওয়ার পরিকল্পনা করেছেন পরিবহণ দপ্তরের কর্তারা।