কোনও হিংসাই কাম্য নয়, কলম্বো বিস্ফোরণে মর্মাহত মমতা

কলম্বো: শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার জঙ্গি হানার খবর পাওয়া মাত্রই টুইটারে সমবেদনা জানান মমতা৷ লেখেন, ‘‘শ্রীলঙ্কায় দুঃসংবাদ শুনে আমি অবাক হয়ে গিয়েছি৷ এই ঘটনায় আমি মর্মাহত৷ যে কোনও ধরেন হিংস, কোনও ভাবেই মেনে নেওয়া যায় না৷ ইস্টার শান্তির উত্সব৷ মৃত ও আহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা৷’’ Saddened and shocked at

কোনও হিংসাই কাম্য নয়, কলম্বো বিস্ফোরণে মর্মাহত মমতা

কলম্বো: শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার জঙ্গি হানার খবর পাওয়া মাত্রই টুইটারে সমবেদনা জানান মমতা৷ লেখেন, ‘‘শ্রীলঙ্কায় দুঃসংবাদ শুনে আমি অবাক হয়ে গিয়েছি৷ এই ঘটনায় আমি মর্মাহত৷ যে কোনও ধরেন হিংস, কোনও ভাবেই মেনে নেওয়া যায় না৷ ইস্টার শান্তির উত্সব৷ মৃত ও আহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা৷’’

অন্যদিকে, শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় কড়া জবাব ভারতের৷ জঙ্গি হামলায় তীব্র নিন্দা জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ শ্রীলঙ্কায় ভারতী নাগরিকদের সতর্ক থাকার বার্তা দিয়ে হেল্প লাইন চালু বিদেশ মন্ত্রকের৷ গোটা ঘটনায় নিন্দা জানিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘‘আমি কলম্বোতে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। আমরা পরিস্থিতি উপর কড়া নজর রাখছি৷’’

রবিবার ছুটির দিনে পরপর ৬টি বিস্ফোরণে কাঁপল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার সাতসকালে কলম্বোয় ৩টি গির্জার ও ৩টি হোটেলে পরপর বিস্ফোরণ ঘটে৷ এখনও পর্যন্ত ১২৯ জনের মৃত্যু হয়েছে৷ ঘটনায় ২৫০ জনের বেশি গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ বিস্ফোরণ ঘটেছে কলম্বোর একটি ঐতিহাসিক চার্চেও৷ রবিবারের প্রার্থনা চলাকালীন এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে খবর৷

কোনও হিংসাই কাম্য নয়, কলম্বো বিস্ফোরণে মর্মাহত মমতাস্থানীয় প্রশাসনের আশঙ্কা, পরপর বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে৷ যুদ্ধাকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ৷ গোটা এলাকা ঘিরে রেখে পুলিশ৷ চলছে বিস্ফোরণের নমুনা সংগ্রহের কাজ৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এর দায় স্বীকার করেনি৷ তবে, ঘটনার পিছনে আইএসআইয়ের হাত রয়েছে বলে শ্রীলঙ্কার প্রশাসন সূত্রে জানানো হয়েছে৷ কীভাবে এই ঘটনা ঘটল, তা জানতে শুরু হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত৷

কোনও হিংসাই কাম্য নয়, কলম্বো বিস্ফোরণে মর্মাহত মমতাএদিন সকাল সাড়ে আটনা নাগাদ ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীলঙ্কা৷ ৫টি গির্জা পরপর বিস্ফোরণ ঘটে৷ ঘটনার আকস্মিকতায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে৷ ইস্টার স্যাটারডের প্রার্থনার সময় ঘটে বিস্ফোরণ৷ গির্জা ছাড়াও ৪টি হোটেলেও ঘটেছে বিস্ফোরণ৷ শেষ পাওয়া খবর, ভারতীয় নাগরিকদের টার্গেট করা হয়েছিল৷ ওই হমলায় বেশ কয়েকজন ভারতীয় মৃত্যুর আশঙ্কা পাওয়া গিয়েছে৷ এদিনের এই বিস্ফোরণে উড়ে গিয়েছে গির্জার ছাদ৷ বিস্ফোরণের তীব্রতা দেখে ক্ষয়ক্ষতির আশঙ্কা তীব্র হচ্ছে৷ গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী৷ পাঁচতারা হোটেলে বিস্ফোরণের ঘটনায় বেশ কিছু বিদেশি নাগরিকের হতাহতের খবরও পাওয়া গিয়েছে৷

নাশকতার টার্গেট হোটেলগুলিতে প্রায় সারা বছর বিদেশি পর্যটকদের ভিড় থাকে। পুলিশের মুখপাত্র রুয়ান গুণশেখর জানিয়েছেন, গির্জাগুলিতে ইস্টারের প্রার্থনার প্রস্তুতি চলছিল। তখনই বিস্ফোরণ হয়। কলম্বোর সেন্ট অ্যান্টনি গির্জা, পশ্চিমের উপকূল শহর নেগম্বোর সেন্ট সেবাস্তিয়ান গির্জা ও পূর্বের বাত্তিকালোয়ার আরেকটি গির্জা বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণ হয়েছে সাংগ্রিলা, সিনামম গ্র্যান্ড ও কিংসব্যুরি-তিন পাঁচতারা হোটেলে। কলম্বোর সরকারি হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, অন্তত ২৮০ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে সেখানে। নেগম্বোর কাটুওয়াপিটিউটার গির্জার এক ফেসবুক পোস্টে লেখা হয়েছে, আমাদের গির্জায় বোমা হামলা হয়েছে। দয়া করে সবাই আসুন, সাহায্য করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 13 =