জলপাইগুড়ি: চার দিন পেরিয়ে গেলেও বেপাত্তা শচীন৷ চিতাবাঘের খোঁজে সাফারি পার্কে শুরু হয়েছে ড্রোনের সাহায্যে তল্লাশি৷ অন্তত ১০০ বনকর্মী সচীনকে ধরতে জঙ্গলে নেমেছেন বলে খবর৷ তবে, ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও, শচীনকে খাঁচা বন্দি করতে পারল না সাফারি পার্ক কর্তৃপক্ষ৷
মঙ্গলবার সকালে, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের এনক্লোজার থেকে পালায় চিতাবাঘটি৷ কুনকি হাতি, রেসকিউ টিম দিয়ে লাগাতার তার সন্ধান চলেছে। ছাগলের টোপ দিয়ে বেশি কয়েকটি খাঁচাও পাতা হয়েছে। কিন্তু কোনও পাত্তা নেই শচীনের। বুধবার পার্কের মধ্যেই চিতাবাঘের পায়ের ছাপ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিরেক্টর। সেই ছাপ শচীনেরই বলে অনুমান তাঁদের। আজও আংশিক ভাবে দর্শককের জন্য পার্ক খোলা৷ চালু রয়েছে শুধু কার সাফারি৷ পায়ে হেঁটে পার্কের অন্য এলাকায় ঘুরতে পারবেন না পর্যটকরা৷ বন্ধ এলিফ্যান্ট সাফারিও৷