কলকাতা: দুর্গাপুজোয় খরচ কত? টাকার উৎস জানতে এবার শহর কলকাতার প্রধান ৪০টি পুজো কমিটিকে তলব করল আয়কর দপ্তর৷ শনিবার এই সংক্রান্ত চাঞ্চল্যকর প্রতিবেদনটি প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা৷
অভিযোগ, পুজোয় কোটি কাটা খরচ করা হলেও ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স বা টিডিএস আয়কর দপ্তরের জমা করে না তাদের প্রায় কেউই৷ এ বার সে দিকে নজর দিয়ে কলকাতার ৪০টি প্রধান পুজো কমিটিকে তলব আয়কর দপ্তরের৷ আগামী সোম ও মঙ্গলবার ওই পুজো কমিটিগুলির কর্তাদের গত বছরের পুজোর সবিস্তার হিসেব নিয়ে আয়কর ভবনে দেখা করতে বলা হয়েছে বলে জানা গিয়েছে৷
আয়কর দফতরের হিসেব, ২০১৮ সালে রাজ্যে দুর্গাপুজোয় প্রায় ৫ হাজার কোটি টাকা খরচ হয়েছে৷ অথচ, ১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী টিডিএস দেয়নি পুজো কমিটিগুলি৷ পুজোর খরচের ১০ শতাংশ আয়কর দপ্তরের পাওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলেও অভিযোগ৷
কিন্তু হঠাৎ দুর্গাপুজোর দিকে নজর পড়ল কেন? আয়কর দপ্তর সূত্রে বলা হচ্ছে, এ রাজ্য থেকে প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ আশানুরূপ নয়। ২০১৭-’১৮ আর্থিক বছরে যেখানে সারা ভারতে কর আদায় ১৩.৫% বেড়েছে, পশ্চিমবঙ্গে বৃদ্ধির পরিমাণ মাত্র ৭.৫%। তাই, এ রাজ্য থেকে কর আদায়ের উপরে জোর দিতে বলা হয়েছে। তাতেই চোখ পড়েছে এত দিন উপেক্ষিত এই ক্ষেত্রে৷ কারণ, পুজোর খরচ ৫ হাজার কোটি টাকা হলে কর বাবদ আয়কর দপ্তরের পাওনা হবে ১০০ কোটি টাকার কাছাকাছি৷