৯ মাসের সুরের লড়াই জিতে অঙ্কিতা ফিরলেন স্কুলে

গোবরডাঙা: জি বাংলা সারেগামাপার মঞ্চ কাঁপিয়ে চ্যাম্পিয় হওয়ার পরে প্রথম স্কুলে পৌঁছলেন অঙ্কিতা ভট্টাচার্য৷ আজ, মঙ্গলবার গোবরডাঙার ইছাপুরের নিজের স্কুলে যান অঙ্কিতা৷ স্কুলের তরফ থেকে অভিনন্দন জানানো হয়৷ মঙ্গলরার স্কুলে যেতেই অঙ্কিতাকে ঘিরে উচ্ছ্বাসে ভেসে যায় গোটা স্কুল৷ গানে গানে অঙ্কিতাকে দেওয়া হয় সংবর্ধনা৷ গোবরডাঙার ইছাপুর হাইস্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রী অঙ্কিতার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন

৯ মাসের সুরের লড়াই জিতে অঙ্কিতা ফিরলেন স্কুলে

গোবরডাঙা: জি বাংলা সারেগামাপার মঞ্চ কাঁপিয়ে চ্যাম্পিয় হওয়ার পরে প্রথম স্কুলে পৌঁছলেন অঙ্কিতা ভট্টাচার্য৷ আজ, মঙ্গলবার গোবরডাঙার ইছাপুরের নিজের স্কুলে যান অঙ্কিতা৷ স্কুলের তরফ থেকে অভিনন্দন জানানো হয়৷

৯ মাসের সুরের লড়াই জিতে অঙ্কিতা ফিরলেন স্কুলেমঙ্গলরার স্কুলে যেতেই অঙ্কিতাকে ঘিরে উচ্ছ্বাসে ভেসে যায় গোটা স্কুল৷ গানে গানে অঙ্কিতাকে দেওয়া হয় সংবর্ধনা৷ গোবরডাঙার ইছাপুর হাইস্কুলে দ্বাদশ শ্রেণির ছাত্রী অঙ্কিতার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্কুলের শিক্ষকরাও৷ স্কুলে সহপাঠীরা অঙ্কিতার হাতে তুলে দিয়েছে উপহার৷ তোলা হয় নিজস্বী৷ অঙ্কিতাকে নিয়ে চলে ফটোশ্যুট৷

সারেগামাপা’র চূড়ান্ত পর্যায়ে ছয় প্রতিযোগীরা হারিয়ে শীর্ষে নিজের নাম লিখে ফেলেন অঙ্কিতা ভট্টাচার্য৷ নোবেলকে টেক্কা দিয়ে বাজি জিতে নেন সেরার শিরোপা৷ টানা ৯ মাসের সুরের লড়াইয়ে জয়ী গোবরডাঙার অঙ্কিতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =