মাধ‍্যমিকের প্রশ্নপত্রে এবার ‘জয় শ্রীরাম’ থেকে ‘কাটমানি’! মিলছে ফুল মার্কস

চুঁচুড়া: মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নপত্রে রাজনৈতিক প্রশ্ন ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ বিতর্কে হুগলির পোলবা ব্লকের আকনা গ্ৰাম পঞ্চায়েতের আকনা ইউনিয়ন বিদ্যালয়৷ প্রশ্নপত্রের শেষে ৭ নম্বর দাগের প্রশ্নে লিখে বলা হয়েছে, ‘জয় শ্রীরাম ধ্বনি সমাজ জীবনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই প্রসঙ্গে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা কর।’ ও ‘দুর্নীতি দমনে কাট মানি বন্ধ ও ফেরত

মাধ‍্যমিকের প্রশ্নপত্রে এবার ‘জয় শ্রীরাম’ থেকে ‘কাটমানি’! মিলছে ফুল মার্কস

চুঁচুড়া: মাধ‍্যমিক পরীক্ষার দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নপত্রে রাজনৈতিক প্রশ্ন ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ বিতর্কে হুগলির পোলবা ব্লকের আকনা গ্ৰাম পঞ্চায়েতের আকনা ইউনিয়ন বিদ্যালয়৷

প্রশ্নপত্রের শেষে ৭ নম্বর দাগের প্রশ্নে লিখে বলা হয়েছে, ‘জয় শ্রীরাম ধ্বনি সমাজ জীবনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই প্রসঙ্গে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা কর।’ ও ‘দুর্নীতি দমনে কাট মানি বন্ধ ও ফেরত পশ্চিমবঙ্গ সরকারের একটি সাহসী পদক্ষেপ- এই বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা কর।’ কমবেশি ১৫০ শব্দে এই প্রতিবেদন রচনা করতে বলা হয়েছে। লিখলেই মিলবে হাতে গরম পাঁচ নম্বর৷ দু’টি প্রশ্নের মধ্যে যেকোনও একটি দিতেও প্রশ্নপত্রে বলা হয়েছে৷

গোটা ঘটনাটি জানাজানি হতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে শিক্ষক মহলে৷ নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়৷ দশম শ্রেণির পরীক্ষায় কেন রাজনীতিক প্রশ্ন করা হবে? চাপে পরে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই প্রশ্নের উত্তর না লিখলেও বসাইকে দেওয়া হবে ৫ নম্বর৷ ওই প্রশ্নের উত্তরে কোনও মূল্যয়ন করা হবে না বলেও স্কুলে তরফে জানান হয়েছে৷

আজ ছিল মগরা থানার আকনা ইউনিয়ন বিদ্যালয়ের দশম শ্রেণির দ্বিতীয় পর্বের বাংলা পরীক্ষা৷ ৪০ নম্বরের ওই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে বিতর্ক৷

এ প্রসঙ্গে মুর্শিদাবাদের শিক্ষক নেতা তন্ময় ঘোষ বলেছেন, ‘‘দশম শ্রেণির মূল্যায়নে এমন প্রশ্ন দেওয়া হল কেন? সেটা দেখার দরকার৷ বিদ্যালয়ে রাজনীতি বা রসিকতার যায়গা নয়! এমন প্রশ্ন করা হল কেন? তা দেখার জন্যে প্রয়োজনে ডিআইকে তদন্ত করে দেখা উচিত৷ ভবিষ্যতে যেন কোনও বিদ্যালয় এই ধরনের প্রশ্নপত্র না করে তার জন্য শিক্ষা দপ্তরের যথাযথ নির্দেশিকা জারি করা উচিত৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 16 =