কলকাতা: তীব্র গতিতে ছুটছে একটি গাড়ি। তার ভিতর থেকে দু’জন মহিলা যাত্রী ‘বাঁচাও বাঁচাও’ করে চিৎকার করছেন। শুনে বাইক-অটো নিয়ে গাড়িটিকে ধাওয়া করলেন স্থানীয়রা। তাঁদের দেখতে পেয়েই গাড়ির চালক ওই মহিলা যাত্রীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। তাঁর শ্লীলতাহানি করে। গাড়িতে থাকা আরও এক মহিলা কোনওক্রমে বাইরে লাফ দেন। তারপরে অবশ্য গাড়িটি নিয়ে বেশি দূর যেতে পারেনি চালক। ধাওয়া করে আসা স্থানীয়রা গাড়িটিকে ধরে চালককে মারধর করেন। ভাঙচুর করা হয় গাড়িটিকেও।
পুলিশ খবর পেয়ে এলাকায় এলে তাদের হাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়। শনিবার রাতে এমনই রোমহর্ষক ঘটনা ঘটল দক্ষিণ শহরতলির হরিদেবপুর থানা এলাকায়। পুলিস জানিয়েছে, ধৃত চালকের নাম কানাই দাস। এদিন আলিপুর আদালতে তোলা হলে তার পুলিস হেফাজতের নির্দেশ হয়েছে। এদিকে, ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়ায় তাঁর পায়ের হাড় ভেঙেছে বলে জানিয়েছেন অভিযোগকারিণী। রাতের এই ঘটনায় রীতিমতো আতঙ্কে ভুগছেন ওই মহিলা। তাঁর দাবি, প্রায়ই তিনি শাটলে করে বাড়ি ফেরেন। কিন্তু এরকম ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি তিনি কখনও হননি।