প্রশ্নপত্রে কাটমানি, অবশেষে পদক্ষেপ শিক্ষা দপ্তরের

চুঁচুড়া: মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নপত্রে রাজনৈতিক প্রশ্ন ঘিরে উত্তাল রাজ্য৷ বিতর্কে হুগলির পোলবা ব্লকের আকনা গ্ৰাম পঞ্চায়েতের আকনা ইউনিয়ন বিদ্যালয়৷ রাজ্যজুড়ে বিতর্ক মাথাচাড়া দিতেই বিতর্কিত প্রশ্নপত্র ঘিরে তদন্তের নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের৷ বিকাশ ভবনে তলব করা হয়েছে প্রশ্নকর্তা তথা ওই স্কুলের শিক্ষক শুভাশিস ঘোষকে৷ স্কুলের প্রশ্নপত্রে রাজনীতিক বিষয় টেনে আনার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের অপসারণ

a0c09916b1421a844f6f86ffd6ed18c9

প্রশ্নপত্রে কাটমানি, অবশেষে পদক্ষেপ শিক্ষা দপ্তরের

চুঁচুড়া: মাধ‍্যমিক পরীক্ষার দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নপত্রে রাজনৈতিক প্রশ্ন ঘিরে উত্তাল রাজ্য৷ বিতর্কে হুগলির পোলবা ব্লকের আকনা গ্ৰাম পঞ্চায়েতের আকনা ইউনিয়ন বিদ্যালয়৷ রাজ্যজুড়ে বিতর্ক মাথাচাড়া দিতেই বিতর্কিত প্রশ্নপত্র ঘিরে তদন্তের নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের৷ বিকাশ ভবনে তলব করা হয়েছে প্রশ্নকর্তা তথা ওই স্কুলের শিক্ষক শুভাশিস ঘোষকে৷

স্কুলের প্রশ্নপত্রে রাজনীতিক বিষয় টেনে আনার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবিতে আকনা ইউনিয়ন বিদ্যালয়ের গেটের সামনে বসে বিক্ষোভ দেখিয়েছিল এবিভিপি৷ এই নিয়েও শুরু হয় বিতর্ক৷ রাজ্যজুড়ে বিতর্ক ছড়াতেই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল শিক্ষা দপ্তর৷ এ ব্যাপারে জবাবদিহির জন্য অভিযুক্ত শিক্ষক শুভাশিস ঘোষকে আগামী সপ্তাহে বিকাশ ভবনে ডেকে পাঠানো হয়েছে বলে খবর৷

প্রশ্নপত্রের শেষে ৭ নম্বর দাগের প্রশ্নে লিখে বলা হয়েছে, ‘জয় শ্রীরাম ধ্বনি সমাজ জীবনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই প্রসঙ্গে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা কর।’ ও ‘দুর্নীতি দমনে কাট মানি বন্ধ ও ফেরত পশ্চিমবঙ্গ সরকারের একটি সাহসী পদক্ষেপ- এই বিষয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন রচনা কর।’ কমবেশি ১৫০ শব্দে এই প্রতিবেদন রচনা করতে বলা হয়েছে। লিখলেই মিলবে হাতে গরম পাঁচ নম্বর৷ দু’টি প্রশ্নের মধ্যে যেকোনও একটি দিতেও প্রশ্নপত্রে বলা হয়েছে৷

গোটা ঘটনাটি জানাজানি হতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে শিক্ষক মহলে৷ নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়৷ দশম শ্রেণির পরীক্ষায় কেন রাজনীতিক প্রশ্ন করা হবে? চাপে পরে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই প্রশ্নের উত্তর না লিখলেও বসাইকে দেওয়া হবে ৫ নম্বর৷ ওই প্রশ্নের উত্তরে কোনও মূল্যয়ন করা হবে না বলেও স্কুলে তরফে জানান হয়েছে৷

বুধবার ছিল মগরা থানার আকনা ইউনিয়ন বিদ্যালয়ের দশম শ্রেণির দ্বিতীয় পর্বের বাংলা পরীক্ষা৷ ৪০ নম্বরের ওই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *