SC-ST পড়ুয়াদের পরীক্ষার ফি ২৪ গুণ বাড়াল CBSE! তুঙ্গে বিতর্ক

নয়াদিল্লি: শিক্ষাক্ষেত্রে ফের চূড়ান্ত জাতি বৈষম্যের শিকার তফশিলি জাতি, উপজাতির কয়েক লক্ষ্য পড়ুয়া৷ সিবিএসই বোর্ডে দশম ও দ্বাদশ শ্রেণিতে নাম নথিভুক্তিকরণেও তুঙ্গে বৈষম্য৷ বেছে বেছে সংরক্ষিত তালিকায় থাকা পড়ুয়াদের পরীক্ষার এক লপ্তে বাড়ানো হয়েছে ২৪ গুণ৷ সেই তুলনায় সাধারণ শ্রেণির প্রার্থীদের পরীক্ষা ফি বাড়ানো হয়েছে দ্বিগুণ৷ রাতারাতি পরীক্ষার ফি বৃদ্ধির ঘোষণায় চূড়ান্ত বিপাকে পড়েছে সাধারণ

5b6f95c0109adb0434c5b17193d15c43

SC-ST পড়ুয়াদের পরীক্ষার ফি ২৪ গুণ বাড়াল CBSE! তুঙ্গে বিতর্ক

নয়াদিল্লি: শিক্ষাক্ষেত্রে ফের চূড়ান্ত জাতি বৈষম্যের শিকার তফশিলি জাতি, উপজাতির কয়েক লক্ষ্য পড়ুয়া৷ সিবিএসই বোর্ডে দশম ও দ্বাদশ শ্রেণিতে নাম নথিভুক্তিকরণেও তুঙ্গে বৈষম্য৷ বেছে বেছে সংরক্ষিত তালিকায় থাকা পড়ুয়াদের পরীক্ষার এক লপ্তে বাড়ানো হয়েছে ২৪ গুণ৷ সেই তুলনায় সাধারণ শ্রেণির প্রার্থীদের পরীক্ষা ফি বাড়ানো হয়েছে দ্বিগুণ৷ রাতারাতি পরীক্ষার ফি বৃদ্ধির ঘোষণায় চূড়ান্ত বিপাকে পড়েছে সাধারণ ও তফশিলি কয়েকলক্ষ পরীক্ষার্থী৷ সিবিএসই কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত গোটা দেশজুড়ে ছড়িয়ে তীব্র বিতর্ক৷

দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ক্ষেত্রে পড়ুয়াদের নথিভুক্তিকরণ করাতে হয়৷ বোর্ড পরীক্ষার ক্ষেত্রে নাম নথিভুক্তি করাতে দিতে হয় পরীক্ষার ফি৷ কিন্তু, সম্প্রতি আগের সমস্ত নিয়মে জল ঢেলে সিবিএসই কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করে বর্ধিত পরীক্ষা ফি নেওয়ার নির্দেশ জারি করে৷ নির্দেশিকায় জানানো হয়, যে সব স্কুলে ইতিমধ্যেই আগের তালিকা অনুযায়ী টাকা নেওয়া হচ্ছিল তা বাতিল করে বর্ধিত হারে নিতে হবে পরীক্ষা ফি৷ বাড়তি ফি জমা না করালে বাতিল হবে রেজিস্ট্রেশন৷ ২০১৯-২০ পরীক্ষায় বসতে পারবে না তাঁরা৷

এতদিন পরীক্ষা ফি বাবদ তফশিলি পড়ুয়াদের পাঁচ বিষয়ের জন্য দিতে হত ৫০ টাকা ফি৷ কিন্তু, এখন তা বাড়িয়ে করা হয়েছে ১ হাজার ২০০ টাকা৷ সাধারণ শ্রেণির পড়ুয়াদের পরীক্ষা ফি বাড়িয়ে করা হয়েছে দেড় হাজার টাকা৷ কিন্তু, হঠাৎ কেন এই ফি বৃদ্ধির ঘোষণা, তা অবশ্য স্পষ্ট করেনি কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *