কলকাতা: নোটবন্দি এবং দেশে বর্তমানে তৈরি হওয়া অসহনীয় পরিস্থিতি নিয়ে বারবার নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এবার ফের তিনি একইভাবে অসহিষ্ণুতা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন। রবিবার কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, আমাদের দেশে আগের থেকে অসহিষ্ণুতা অনেক বেড়েছে। তার মধ্যে সামাজিক কারণের থেকে রাজনৈতিক কারণই বেশি রয়েছে। সেই সঙ্গে দেশ কীভাবে চালানো হচ্ছে, সেটাও ভাবতে হবে। পর্যবেক্ষকদের মতে, এই মুহূর্তে সাম্প্রদায়িকতার থেকে বড় বিপদ নেই। সেই সূত্রে এই প্রবীণ অর্থনীতিবিদের বক্তব্য অত্যন্ত সঙ্গতিপূর্ণ। অমর্ত্যবাবু বলেন, ধর্মান্ধতায় দেশকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। এর থেকে বেরিয়ে আসা দরকার? নাহলে মানুষ টিকবে কীভাবে?
ধর্মান্ধতায় দেশকে ডুবিয়ে দেওয়া হচ্ছে: অমর্ত্য সেন
কলকাতা: নোটবন্দি এবং দেশে বর্তমানে তৈরি হওয়া অসহনীয় পরিস্থিতি নিয়ে বারবার নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এবার ফের তিনি একইভাবে অসহিষ্ণুতা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন। রবিবার কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, আমাদের দেশে আগের থেকে অসহিষ্ণুতা অনেক বেড়েছে। তার মধ্যে সামাজিক কারণের থেকে রাজনৈতিক কারণই বেশি রয়েছে। সেই