কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ, সোমবার কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা অল্প বাড়তে পারে। তবে এই তাপমাত্রা বৃদ্ধি স্বল্পস্থায়ী হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। কাল, মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের নিম্নগামী হবে।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, বুধবার নাগাদ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের ১২ ডিগ্রির আশপাশে চলে আসতে পারে। আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে থাকার পূর্বাভাস জারি করা হয়েছে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি হয়ে ১২.৮ ডিগ্রি হয়েছে। তবে আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের আমেজ থাকবে। কারণ সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেলেও তা স্বাভাবিকের আশপাশে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় এদিনও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে ছিল।