কেন্দ্রীয় সরকারের ফায়ার ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির সুযোগ

নয়াদিল্লি: ছোট একটি স্ফুলিঙ্গ। তার থেকেই মাত্র কয়েক মিনিটে তৈরি আগুনের দাবানল। হতে পারে সবকিছু ভষমীভূত। সারা শহর এখন জতুগৃহ৷ অসতর্ক মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই সরকার অগ্নিকাণ্ড প্রতিরোধে আগাম ব্যবস্থা হিসেবে গুরুত্ব দিচ্ছে ফায়ার ম্যানেজমেন্ট ও টেকনোলজি পেশাদারদের। চাহিদার তুলনায় লোকের সংখ্যা কম থাকায় প্রশিক্ষিতদের চাকরির বাজার যথেষ্ট ভালো। এমএনজি একাডেমির ফায়ার সেফটি

618c3a0e1d1d72485561628c0a77f1f1

কেন্দ্রীয় সরকারের ফায়ার ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির সুযোগ

নয়াদিল্লি: ছোট একটি স্ফুলিঙ্গ। তার থেকেই মাত্র কয়েক মিনিটে তৈরি আগুনের দাবানল। হতে পারে সবকিছু ভষমীভূত। সারা শহর এখন জতুগৃহ৷ অসতর্ক মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই সরকার অগ্নিকাণ্ড প্রতিরোধে আগাম ব্যবস্থা হিসেবে গুরুত্ব দিচ্ছে ফায়ার ম্যানেজমেন্ট ও টেকনোলজি পেশাদারদের। চাহিদার তুলনায় লোকের সংখ্যা কম থাকায় প্রশিক্ষিতদের চাকরির বাজার যথেষ্ট ভালো।

এমএনজি একাডেমির ফায়ার সেফটি ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ও ফায়ার টেকনোলজি ম্যানেজমেন্ট এর ডিপ্লোমা কোর্স পড়ায়। ministry of micro small and medium Enterprise পরিকল্পিত ও স্বীকৃত৷ মেয়াদ এক বছর৷ যে কোন শাখার উচ্চ মাধ্যমিক পাসরা ডিপ্লোমা বা গ্রাজুয়েটরা পিজি ডিপ্লোমা কোর্সে ভর্তির যোগ্য। কোর্স শেষে সার্টিফিকেট দেবে Ministry of micro small and medium enterprises Government of India৷ সফলদের প্লেসমেন্টের সাহায্য করা হবে৷ দুটি কোর্সে ভর্তি নেওয়া শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *