বৈশাখীর কলেজকে বিশেষ স্বীকৃতি দিতে চলেছে শিক্ষা দপ্তর

কলকাতা: শিক্ষামন্ত্রীকে কাঠগড়ায় তুলে দিতে চেয়েছিলেন ইস্তফা৷ সাংবাদিক বৈঠক করে কেঁদে ফেলেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ পরদিন শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেও পার্থর অনুরোধ রাখেন তিনি৷ ফিরেয়ে নেন ইস্তফা৷ এরপরই দলবদল বৈশাখী৷ নাম লেখান বিজেপিতে৷ এবার বৈশাখীদেবীর মিল্লি আল আমিন কলেজকেই এবার নয়া স্বীকৃতি দিতে চলেছে রাজ্য সরকার৷ শিক্ষা দপ্তর সূত্রে খবর, বৈশাখীদেবীর মিল্লি

8243116290cf63efa8ed21493d6ccc0a

বৈশাখীর কলেজকে বিশেষ স্বীকৃতি দিতে চলেছে শিক্ষা দপ্তর

কলকাতা: শিক্ষামন্ত্রীকে কাঠগড়ায় তুলে দিতে চেয়েছিলেন ইস্তফা৷ সাংবাদিক বৈঠক করে কেঁদে ফেলেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ পরদিন শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেও পার্থর অনুরোধ রাখেন তিনি৷ ফিরেয়ে নেন ইস্তফা৷ এরপরই দলবদল বৈশাখী৷ নাম লেখান বিজেপিতে৷ এবার বৈশাখীদেবীর মিল্লি আল আমিন কলেজকেই এবার নয়া স্বীকৃতি দিতে চলেছে রাজ্য সরকার৷

শিক্ষা দপ্তর সূত্রে খবর, বৈশাখীদেবীর মিল্লি আল আমিন কলেজ এবার সংখ্যালঘু কলেজের তকমা দিতে চলেছে রাজ্য৷ কলেজ পরিচালন সমিতির আর্জি মেনে শিক্ষামন্ত্রী এই সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন বলে খবর৷ খুব শীঘ্রই ওই কলেজটিকে সংখ্যালঘু কলেজের মর্যাদা দেওয়া হতে পারে বলে খবর৷ এই মুহূর্তে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে রয়েছেন বৈশাখীদেবী৷ তবে কেন এই সিদ্ধান্ত?

অনেকেই মনে করছেন মিল্লি আল আমিন কলেজকে সংখ্যালঘু কলেজের মর্যাদা দেওয়ার সঙ্গে সঙ্গেই অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করা হতে পারে৷ অনেকেই মনে করছেন, কলেজকে সংখ্যালঘু তকমা দেওয়ার পরই কলেজের মধ্যে থেকেই কোন সংখ্যালঘু সম্প্রদায়ের নামে অধ্যাপিকা পদে উঠে আসতে পারে৷ সে ক্ষেত্রে বাদ যেতে পারে বৈশাখীদেবীর নাম!

যদিও কলেজ কর্তৃপক্ষের কলেজ পরিচালন সমিতির সভাপতি জানিয়েছেন, এই কলেজ সংখ্যালঘু মর্যাদা পাওয়ার দাবি দীর্ঘদিনের৷ এই দাবি হাইকোর্ট খারিজ করেছিল৷ কিন্তু হাইকোর্ট নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট৷ মামলা প্রতিকূলে গেলেও এখনও পর্যন্ত তা কার্যকর না হয় শিক্ষামন্ত্রী দ্বারস্থ হন কলেজ কর্তৃপক্ষ৷ পরে সেই তকমা দিতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *