মিড ডে মিলের দুর্নীতি রুখতে কড়া বিজ্ঞপ্তি রাজ্যের

কলকাতা: মিড ডে মিলের দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার৷ এবার সপ্তাহে ছ’দিনের মেনু তালিকা প্রকাশ করে নবান্নের তরফে জারি হয়েছে নয়া নির্দেশিকা৷ তালিকা অনুযায়ী প্রতিটি স্কুলকে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে বলে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি৷ ছ’দিনের জন্য মিড ডে মিলে রাজ্য সরকারের দেওয়া খাদ্য তালিকা স্কুলের কঠোরভাবে মেনে চলতে হবে বলে নির্দেশ

মিড ডে মিলের দুর্নীতি রুখতে কড়া বিজ্ঞপ্তি রাজ্যের

কলকাতা: মিড ডে মিলের দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার৷ এবার সপ্তাহে ছ’দিনের মেনু তালিকা প্রকাশ করে নবান্নের তরফে জারি হয়েছে নয়া নির্দেশিকা৷ তালিকা অনুযায়ী প্রতিটি স্কুলকে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে বলে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি৷

ছ’দিনের জন্য মিড ডে মিলে রাজ্য সরকারের দেওয়া খাদ্য তালিকা স্কুলের কঠোরভাবে মেনে চলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্দেশিকা জারি করে সমস্ত জেলায় তা পাঠানো হয়েছে৷ সরকারি খাদ্য তালিকায় রয়েছে ডিম অথবা মাছ, সয়াবিন, তরকারি, আলু পোস্ত৷

সোমবার থাকছে ভাত, তরকারি, চাটনি৷ মঙ্গলবার ভাত, ডাল, মাছ অথবা ডিম, চাটনি৷ বুধবার থাকবে, ভাত, ডাল পাঁচ মিশালী সবজি৷ বৃহস্পতিবার ভাত, মাছ অথবা ডিম সবজি৷ শুক্রবার ভাত, ডাল আলু পোস্ত৷ শনিবার ভাত, ডাল সয়াবিন অথবা আলুর তরকারি৷

মিড ডে মিলের দুর্নীতি রুখতে কড়া বিজ্ঞপ্তি রাজ্যেরএই নির্দেশ মেনে না চললে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবেও জানানো হয়েছে বিজ্ঞপ্তি৷ কিন্তু, নজরদারি না বাড়িয়ে এভাবে খাদ্য তালিকার বিজ্ঞপ্তি দিয়ে আদৌ সমস্যার সমাধান হবে কি না, তা নিয়ে রয়েছে যথেষ্ঠ ধোঁশায়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 13 =