নুন-ভাতের পর এবার পড়ুয়াদের পেতে পড়ল নুন-রুটি

লখনউ ও কলকাতা: চুঁচুড়ার স্কুলে পড়ুয়াদের পাতে নুন-ভাত দেওয়ার ঘটনায় বাংলা জুড়ে ছড়িয়ে ছিল বিতর্ক৷ সেই বিতরকের রেশ কাটতে না কাটতেই এবার যোগীর রাজ্যে স্কুল পড়ুয়াদের পাতে দেয়া হল রুটি আর স্রেফ নুন৷ মিড ডে মিলের করুন চেহারা বাংলা ও উত্তরপ্রদেশের ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে জোর বিতর্ক৷ দুটি ঘটনায় দুই শিক্ষক সাসপেন্ড করা

72a403bc2ab1be1694c3ac5dfb7d6481

নুন-ভাতের পর এবার পড়ুয়াদের পেতে পড়ল নুন-রুটি

লখনউ ও কলকাতা: চুঁচুড়ার স্কুলে পড়ুয়াদের পাতে নুন-ভাত দেওয়ার ঘটনায় বাংলা জুড়ে ছড়িয়ে ছিল বিতর্ক৷ সেই বিতরকের রেশ কাটতে না কাটতেই এবার যোগীর রাজ্যে স্কুল পড়ুয়াদের পাতে দেয়া হল রুটি আর স্রেফ নুন৷ মিড ডে মিলের করুন চেহারা বাংলা ও উত্তরপ্রদেশের ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে জোর বিতর্ক৷ দুটি ঘটনায় দুই শিক্ষক সাসপেন্ড করা হয়েছে৷ দু’টি স্কুলেই প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা নিলেও পরিস্থিতি কি আদৌ বদলাবে? এই নিয়েও উঠছে নানান প্রশ্ন৷

যদিও পশ্চিমবঙ্গ সরকারের তরফে মিড ডে মিলের মেনু বেঁধে দিয়েছে৷ সপ্তাহে ছ’দিন পড়ুয়াদের পাতে ঠিক কী কী খাবার দেওয়া হবে, তার তালিকা অবশ্য প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার৷ কিন্তু বরাদ্দ না বেড়িয়ে মেনু তালিকা প্রকাশ ঘিরে ধীরে ধীরে তৈরি হয়েছে নয় বিতর্ক৷ পশ্চিমবঙ্গ সরকার কিছুটা উদ্যোগ নিলেও যোগী সরকার অবশ্য বিতরকের ধার ধারেনি৷

দুই শিক্ষককে সাসপেন্ড করেই দায় এড়িয়েছে যোগী সরকার৷ মির্জাপুরের জামালপুর ব্লকের সিউর প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তৈরি করেছে তুমুল বিতর্ক৷ যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী৷ টুইটারে তিনি লিখেছেন, স্কুলে মিড ডে মিলে ছাত্রছাত্রীদের নুনু-রুটি পরিবেশন করা হচ্ছে৷ উত্তর প্রদেশের সরকার এভাবেই দেশের ভবিষ্যৎ গড়তে চাইছে৷

বাংলার স্কুলে নুন-ভাত কাণ্ডে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় অবশ্য সংবাদমাধ্যমে দাবি করেছেন, রাজ্যের উদাসীনতার কারণেই পড়ুয়াদের দেওয়া হয়েছে নুন ভাত৷ অবশ্য এই নিয়ে বিতর্ক তৈরি হতেই রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ মিড ডে মিলের দুর্নীতি রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব হয়েছেন৷ তবে তদন্ত প্রক্রিয়া, মেনু বদল যাই করা হোক না কেন, দেশের পড়ুয়াদের অবস্থা যে অত্যন্ত করুণ তা অবশ্য এই দুটি ছবিতেই প্রমাণ করল বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *