বামেদের ধর্মঘটে ধুন্ধুমার বাংলা, রেল-সড়ক অবরোধ

বনধ রুখতে নবান্নের তরফে কড়া নির্দেশিকা জারি হলেও গোটা বাংলাজুড়ে চলছে অবরোধ, বিক্ষোভ৷ অবরোধের জেরে হাওড়া ও শিয়ালদহ শাখায় ব্যহত হয় ট্রেন চলাচল৷ হাওড়া-বর্ধমান মেইন শাখার শ্রীরামপুরে দফায় দফায় রেল অবরোধ করেন বন্ধ সমর্থকরা৷ বনধের জেরে হাওড়া-বর্ধমান মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷ দাঁতনেও চলছে রেল অবরোধ৷ শ্রীরামপুরে রেল অবরোধ, পাথর ছোঁড়ার অভিযোগে ইতিমধ্যেই

বামেদের ধর্মঘটে ধুন্ধুমার বাংলা, রেল-সড়ক অবরোধ

বনধ রুখতে নবান্নের তরফে কড়া নির্দেশিকা জারি হলেও গোটা বাংলাজুড়ে চলছে অবরোধ, বিক্ষোভ৷ অবরোধের জেরে হাওড়া ও শিয়ালদহ শাখায় ব্যহত হয় ট্রেন চলাচল৷ হাওড়া-বর্ধমান মেইন শাখার শ্রীরামপুরে দফায় দফায় রেল অবরোধ করেন বন্‌ধ সমর্থকরা৷ বনধের জেরে হাওড়া-বর্ধমান মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷ দাঁতনেও চলছে রেল অবরোধ৷ শ্রীরামপুরে রেল অবরোধ, পাথর ছোঁড়ার অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার ৪ বন্‌ধ সমর্থক৷

অন্যদিকে, সবংয়ের তেমাথানিতে পথ অবরোধ শুরু হয়েছে বলে খবর৷ অবরোধের জেরে বিপর্যস্ত শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল৷ মধ্যমগ্রাম স্টেশনে অবরোধ চলছে৷ বারাসত-বনগাঁ শাখার বামনগাছিতে রেল অবরোধ শুরু হয়েছে৷ মছলন্দপুর ও গোবরডাঙা ষ্টেশনের মাঝে ট্রেন অবরোধ৷

সোদপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ। পাশাপাশি গাড়ি চলাচলে বাধা দেওয়ার অভিযোগ বনধ সমর্থনকারীদের বিরুদ্ধে। ঘটনার জেরে এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয় বলেও জানা গিয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে হাজির হয় পুলিষ। এদিন সোদপুরের পাশাপাশি বেলঘরিয়াতেও সড়ক অবরোধ করা হয়।

পূর্বস্থলীর সমুদ্রগড় রেল ষ্টেশনে সিপিএমের ট্রেন অবরোধ৷ হিন্দমোটরে জিটি রোড অবরোধ, গাড়ি ভাঙচুরের অভিযোগ৷বারাসতে চাঁপাড়ালি মোড়ে বামেদের পথ অবরোধ চলছে৷ এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ দমদম ক্যান্টনমেন্ট স্টেশন ৪৮ ঘণ্টা বন্ধ সফল করার জন্য জড়ো হতে শুরু করে বামফ্রন্ট ট্রেড ইউনিয়নের সদস্যরা। ব্যারাকপুর, ইছাপুর, কাঁচরাপাড়া স্টেশনে বেশ কয়েক দফা রেল অবরোধের ফলে এই শিল্পাঞ্চলের জনজীবন এখনও পর্যন্ত বিপর্যস্ত৷

গোটা বাংলার পাশাপাশি শহর কলকাতায় দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে৷ গড়িয়া ও যাদবপুরে বামকর্মী ও পুলিশের মধ্যে হাতাহাতি ও মারধরের অভিযোগ উঠেছে৷ শোভাবাজারে আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ৷ অবরোধ তুলতে মাঠে নেমেছে তৃণমূলও৷ বনধের সমর্থন ও পালটা বিরোধিতায় এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে গোটা বাংলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 13 =