নয়াদিল্লি: পৌরাণিক কাহিনিকে বিজ্ঞান বলে উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে। বিজ্ঞান যুক্তিনির্ভর, প্রমাণ নির্ভর। পৌরাণিক কাহিনি তথা লোকগাঁথা কখনও বিজ্ঞান হতে পারে না। এই দাবিকে সামনে রেখে মাইথলজিকে বিজ্ঞান বলে প্রচারের বিরুদ্ধে সরব হলেন রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্রছাত্রীরা।
গত বেশ কয়েকমাস ধরেই বিশেষ করে বিজেপি ও তাদের সহযোগী দলের নেতা, মন্ত্রীরা রামায়ণ, মহাভারতের বিভিন্ন কাহিনির সঙ্গে নিজস্ব যুক্তি দিয়ে আধুনিক বিজ্ঞানের যোগসূত্রে বের করছেন। এমনকী, বাদ গেলে না দস্য সমাপ্ত বিজ্ঞান কংগ্রেসও। সেখানে কৌরবদের টেস্ট টিউব বেবি বলে উল্লেখ করেন অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি নাগেশ্বর রাও। রাজনৈতিক মঞ্চ নয়, একেবারে বিজ্ঞান কংগ্রেসে এধরনের মন্তব্যের বিরুদ্ধে সব হয় এরাজ্যের বিজ্ঞান মহল।