বাংলার পড়ুয়াদের জন্য স্কলারশিপ ঘোষণা কেন্দ্রের, কীভাবে করবেন আবেদন?

নয়াদিল্লি:রাজ্যের স্কুলে অষ্টম শ্রেণিতে পাঠরত ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীকে মিন্স কাম মেরিট স্কলারশিপ দেবে কেন্দ্রীয় সরকার৷ প্রার্থী বাছাই করা হবে ন্যাশনাল মেরিট কাম স্কলার্শিপ এক্সামিনেশন,২০১৯ এর মধ্যে৷ এই বছরের পরীক্ষা ১৭ নভেম্বর৷ এই স্কলারশিপের মাধ্যমে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনায় আর্থিক সহায়তা প্রদান করা হবে৷ রাজ্য সরকারি ও সরকারি সাহায্য

বাংলার পড়ুয়াদের জন্য স্কলারশিপ ঘোষণা কেন্দ্রের, কীভাবে করবেন আবেদন?

নয়াদিল্লি:রাজ্যের স্কুলে অষ্টম শ্রেণিতে পাঠরত ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীকে মিন্স কাম মেরিট স্কলারশিপ দেবে কেন্দ্রীয় সরকার৷ প্রার্থী বাছাই করা হবে ন্যাশনাল মেরিট কাম স্কলার্শিপ এক্সামিনেশন,২০১৯ এর মধ্যে৷ এই বছরের পরীক্ষা ১৭ নভেম্বর৷

এই স্কলারশিপের মাধ্যমে নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনায় আর্থিক সহায়তা প্রদান করা হবে৷ রাজ্য সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত অনাবাসিক স্কুলগুলিতে পাঠরত ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন৷ ছাত্র-ছাত্রী যে জেলার স্কুলে পড়াশুনো করে সেই জেলা থেকেই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন৷ কেন্দ্রীয় বিদ্যালয় বা জওহর নবোদয় বিদ্যালয় বা বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করবেন না৷

আবেদনের যোগ্যতা: অন্তত ৫৫ শতাংশ নম্বর সপ্তম শ্রেণি পাস৷ (তপশিলিরা মোট নম্বরের ক্ষেত্রে ৫% ছাড় পাবেন৷ বার্ষিক পারিবারিক আয় হতে হবে দেড় লাখের নিচে৷ প্রার্থীর নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে৷ আধার কার্ড থাকলে অবশ্যই প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করিয়ে নিতে হবে৷ স্কলারশিপ এর পরিমাণ প্রতিমাসে ১ হাজার৷ টাকা প্রতি শিক্ষাবর্ষে স্কলারশিপ নবীকরণ করা হবে৷ স্কলারশিপ নবীকরণ এর শর্ত- মোট অন্তত ৫৫ শতাংশ নম্বর (তপশিলিদের ক্ষেত্রে ৫০% নম্বর) সহ নবম থেকে দশম শ্রেণী এবং একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে৷ তবে মনে রাখবেন দশম শ্রেণীতে অন্তত ৬০ শতাংশ (তপশিলিদের ক্ষেত্রে ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বর) পেতে হবে৷ প্রার্থী বাছাই করা হবে একটি প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে৷ পরীক্ষা পরিচালনা করবে রাজ্যের ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন৷ পরীক্ষা নেওয়া হবে মেন্টাল এবিলিটি টেস্ট (৯০ নম্বর) এবং স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট (৯০ নম্বর)৷ স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট প্রশ্ন হবে ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সাইন্স, লাইফ সাইন্স, হিস্ট্রি, জিওগ্রাফি় বিষয়ে৷ উভয় পর্যায়েই সপ্তম ও অষ্টম শ্রেণির স্তরের অবজেক্টিভ ধরনের প্রশ্ন থাকবে৷ পর্যায়ে প্রতি সময়সীমা দেড় ঘন্টা৷ কোন নেগেটিভ মার্কিং নেই৷

অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে: scholarships.wbsed.gov.in অনলাইন আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট৷ প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে৷ রেজিস্ট্রেশন এর জন্য চালু ইমেইল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে৷ রেজিস্ট্রেশন এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাওয়া যাবে এগুলি লিখে রাখবেন পরে কাজে লাগবে৷ আবেদনের পদ্ধতিসহ খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 10 =