কলকাতা: শিক্ষায় দলতন্ত্র, বাম আমলে বিরোধীরা বরাবর এমনই অভিযোগ তুলতেন৷ বাংলার রাজনৈতিক পালাবদল পড়ও বদল ঘটল না পরিস্থিতির! এবার শিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ কমিটিতে কমিটির মাথায় বসলেন শাসকদলের শিক্ষক নেতা৷ আর এই নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা৷
বাম আমলে তৎকালীন বিরোধী দল তৃণমূলের তরফে শিক্ষায় দলতন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছিল৷ কিন্তু রাজ্যের রাজনীতির পটপরিবর্তনের পর বিরোধী তৃণমূল আজ শাসকদলে৷ শাসক দল বদলে গেলেও বদলাবে না শিক্ষায় দলতন্ত্রের রাস! এমনই অভিযোগ তুলছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ ক্ষুব্দ শিক্ষক মহল৷
জানা গিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটিতে মাথায় বসানো হয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায়কে৷ আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷ নির্বাচনে ছাড়া শাসক দলের একজন শিক্ষক নেতা কীভাবে মাধ্যমিক পর্ষদ একটি গুরুত্বপূর্ণ নিয়ে আসা হল তা নিয়ে সরব হয়েছেন শিক্ষকদের একাংশ৷ শিক্ষকদের একাংশের অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই মাধ্যমিক পর্ষদের কোনও নির্বাচন হয়নি৷ প্রথমে প্রশাসক হিসাবে কল্যাণময় বন্দ্যোপাধ্যায়কে বসানোর পর এবার সেই অ্যাড হক কমিটির সভাপতি হিসেবে বসানো হলো দিব্যেন্দুবাবুকে৷
অভিযোগ, তিন বছরেরও বেশি সময় ধরে পর্ষদে একাধিক সচিব পদে কোন আধিকারিককে এখনও নিয়োগ করা যায়নি৷ এই অবস্থায় কমিটিতে শাসক দলের নেতাকে বসিয়ে আদৌ কি কোন লাভ হবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন শিক্ষকদের একাংশ৷ একইসঙ্গে পর্ষদে নির্বাচনের দাবিও তুলেছেন শিক্ষক সংগঠনের তরফে৷ নির্বাচন ছাড়াই সভাপতি মাননীয় শুরু হয়েছে বিতর্ক৷