কলকাতা: কলেজে ভর্তির দুর্নীতি রুখতে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার৷ আগামী শিক্ষাবর্ষ থেকে ফর্ম ফিলাপ সেন্টার খুলবে শিক্ষা দপ্তর৷ জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, আগামী বছর কলেজে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের সর্বত্র ফর্ম ফিলাপ জন্য সেন্টার করা হবে৷ ভর্তিতে দুর্নীতি রুখতে এবছর থেকে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য সরকার৷ কিন্তু অনলাইন ব্যবস্থা চালু হলেও জেলায় জেলায় পরিকাঠামো ও ইন্টারনেট পরিষেবা না থাকায় ফর্ম ফিলাপ করতে গিয়ে বহু ক্ষেত্রেই অতিরিক্ত টাকা দিতে হয়েছে বা সমস্যার সম্মুখীন হতে হয়েছে৷ ফলে, আগামী শিক্ষাবর্ষ থেকে সমস্ত জেলায় সহায়ক কেন্দ্র খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী৷