মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে নয়া যন্ত্র বসানোর ভাবনা পর্ষদের

কলকাতা: প্রশ্ন ফাঁস রুখতে এবার বড়সড় পদক্ষেপ নেওয়ার ভাবনা মধ্য শিক্ষা পর্ষদের৷ উচ্চ মাধ্যমিকের আদলে এবার মাধ্যমিক পরীক্ষায় নজরদারি বাড়াতে প্রযুক্তিকে হাতিয়ার করতে চলেছে পর্ষদ৷ সোশ্যাল মিডিয়ার হাত ধরে গত বছর মাধ্যমিকের প্রায় প্রতিটি পরীক্ষায় প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন তা বাইরে চলে আসে৷ তবে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাইরে বেরিয়ে এলেও প্রশ্নফাঁসের তত্ব মানতে রাজি ছিল না

মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে নয়া যন্ত্র বসানোর ভাবনা পর্ষদের

কলকাতা: প্রশ্ন ফাঁস রুখতে এবার বড়সড় পদক্ষেপ নেওয়ার ভাবনা মধ্য শিক্ষা পর্ষদের৷ উচ্চ মাধ্যমিকের আদলে এবার মাধ্যমিক পরীক্ষায় নজরদারি বাড়াতে প্রযুক্তিকে হাতিয়ার করতে চলেছে পর্ষদ৷

সোশ্যাল মিডিয়ার হাত ধরে গত বছর মাধ্যমিকের প্রায় প্রতিটি পরীক্ষায় প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন তা বাইরে চলে আসে৷ তবে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাইরে বেরিয়ে এলেও প্রশ্নফাঁসের তত্ব মানতে রাজি ছিল না পর্ষদ৷ কীভাবে প্রশ্নপত্র বাইরে চলে গিয়েছিল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ সাইবার ক্রাইম ঘটনার তদন্ত শুরু করে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে৷ এবার আগামী বছর মাধ্যমিক পরীক্ষা এই ধরলেন জটিলতা এড়াতে মেটাল ডিটেক্টর বসাতে চলেছে পর্ষদ৷ পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ রুখতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে৷ ওই মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষার্থীদের সঙ্গে কোনও বৈদ্যুতিক সরঞ্জাম আছে কি না তা বোঝা যাবে৷ গোটা রাজ্যের ৩ হাজার পরীক্ষা কেন্দ্রে এই ব্যবস্থা চালু করা যায় কি না তা এখনও সিদ্ধান্ত না হলেও কমিশন জানিয়েছে, এই নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে৷

তবে প্রশ্ন ফাঁসের বিপত্তি এড়াতে গত বছর পর্ষদের তরফে জানানো হয়েছিল, প্রশ্ন পত্রের মধ্যে থাকবে নয়া জিপিএস ব্যবস্থা৷ তাতে সঠিক সময়ের আগে প্রশ্নপত্র খুললে বা স্কুলের বাইরে প্রশ্ন চলে গেলে তা জানতে পারবে পর্ষদ৷ কিন্তু আদতে সেই যে ব্যবস্থা গত বছর কাজে আসেনি, তা প্রমাণ হয়ে গিয়েছে প্রতিটি পরীক্ষায় কমবেশি প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন বাইরে চলে আসার ঘটনায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *