কলকাতা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বা ইউজিসির নীতি মেনে এ রাজ্যে দ্রুত সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার দাবি জানাল জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সঙ্ঘ বা এবিআরএসএম৷ এই সঙ্গে আরও ১৯ দফা দাবি সংগঠনের তরফে রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়৷
মঙ্গলবার সংগঠনের সহ সভাপতি সন্দীপ চট্টৌপাধ্যায় কলকাতা প্রেস ক্লাবে বলেন, দেশের বিভিন্ন রাজ্যে ইউজিসি-র সুপারিশ অনুযায়ী সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হলেও এই রাজ্যে তা হয়নি৷ ২০১৬-র ১ জানুয়ারি থেকে এটা চালু হওয়ার কথা৷ এই বকেয়া দ্রুত শিক্ষকদের দেওয়ার দাবিও জানাচ্ছি আমরা৷
সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণ সরকার বলেন, বিভিন্ন কলেজে শিক্ষকদের দিয়ে প্রশাসনিক নানা কাজ করিয়ে নেওয়া হচ্ছে৷ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি৷ গোটা দেশে অধিকাংশ কলেজ-বিশ্ববিদ্যালয়ে নয়া পাঠ্যক্রম (সিবিসিএস) চালু হলেও এ রাজ্যে এখনও তা ভালভাবে রূপায়িত হয়নি৷ এটি সুষ্ঠুভাবে রূপায়ণের দাবি জানান কৃষ্ণবাবু৷ বিভিন্ন কলেজে অস্থায়ী অধ্যক্ষ দিয়ে কাজ চালানো হচ্ছে। বহু শিক্ষক পদ শূণ্য। ফলে মার খাচ্ছে পড়াশোনা। এই অব্যবস্থা দূর করার দাবি জানিয়ে উদ্যোক্তারা বলেন, ভোটের কাজে শিক্ষকদের সহায়তা নেওয়া হলেও তাঁদের নিরাপত্তা ও সম্মাণরক্ষায় যথাযথ প্রশাসনিক গুরুত্ব দেওয়া হয় না। কলেজে ভর্তি অনলাইনে আবশ্যিক করা, নেট-স্লেট পাশ করে পিএইচডি করতে পারেননি, এমন আগ্রহী শিক্ষকদের পিএইচডি করার সুযোগ দেওয়া, কলেজের উপযুক্ত শিক্ষকদের পিএইচডি গাইড হওয়ার সুযোগ দেওয়া প্রভৃতি দাবিও রাখা হয় জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সঙ্ঘর তরফে। এ দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের সংগঠন সচিব আলোক চট্টোপাধ্যায়।