উৎসবেও খোলা থাকবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, জারি নির্দেশ

কলকাতা: লম্বা ছুটি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বঙ্গ জীবন৷ দুর্গাপুজোর উৎসবের রেশ কাটতে না কাটতেই চলতি মাসেই রয়েছে ভাইফোঁটা থেকে দীপাবলি, কালীপুজো৷ আরও এক দফায় ছুটির আমেজে শুরু হবে বাংলা৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উৎসবের মরসুমে সমস্ত অঙ্গনওয়াড়ি খোলা রাখার নির্দেশ জারি করল রাজ্য সরকার৷ প্রসূতি ও শিশুর পুষ্টিকর খাদ্য পাওয়া থেকে যাতে বঞ্চিত

603fd5e0f419ec464fb6038d2da1d411

উৎসবেও খোলা থাকবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, জারি নির্দেশ

কলকাতা: লম্বা ছুটি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বঙ্গ জীবন৷ দুর্গাপুজোর উৎসবের রেশ কাটতে না কাটতেই চলতি মাসেই রয়েছে ভাইফোঁটা থেকে দীপাবলি, কালীপুজো৷ আরও এক দফায় ছুটির আমেজে শুরু হবে বাংলা৷

আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উৎসবের মরসুমে সমস্ত অঙ্গনওয়াড়ি খোলা রাখার নির্দেশ জারি করল রাজ্য সরকার৷
প্রসূতি ও শিশুর পুষ্টিকর খাদ্য পাওয়া থেকে যাতে বঞ্চিত না হয়, সে বিষয়টি মাথায় রেখে রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আইসিডিএস ডাইরেক্টরের তরফে জানানো হয়েছে, চলতি মাসে উৎসবের দিনগুলিতেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে স্বাভাবিক কাজ-কর্ম ও পুষ্টিকর খাদ্য বিলির কাজ যাতে চালু থাকে, এই জন্য চলবে বিশেষ নজরদারি চালানো হবে৷

কেননা এই চলতি মাসেই কালীপুজো, লক্ষ্মীপুজো, ভাইফোঁটা উপলক্ষ্যে বহু সরকারি অফিস ছুটি থাকবে৷ ফলে ওই ছুটির দিনগুলিতেও যাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু থাকে সেই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ পাঠানো হয়েছে৷ তাতে সাফ জানানো হয়েছে, উৎসবের দিনগুলিতে যাতে কোনওভাবেই প্রসূতি ও শিশুর পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে৷ আর সেই কারণেই উৎসবের দিনগুলিতে খোলা রাখতে হবে অঙ্গনারী কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *