কলকাতা: একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা হানা দিচ্ছে কাশ্মীর সহ পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকায়। তার জেরে উত্তুরে হাওয়া দুর্বল হওয়ায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত কমেছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আগামী কয়েকদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে আসার সম্ভাবনা নেই বলে তাঁরা মনে করছেন।
দিনে যে সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়, তা অনেকটা বেড়ে গিয়েছে। ফলে আগের মতো শীতের অনুভূতি আর নেই। কলকাতায় বেলা বাড়লে গায়ে গরম পোশাক রাখার প্রয়োজন হচ্ছে না। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অবশ্য শীতের অনুভূতি থাকছে। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা একলাফে অনেকটা বেড়ে যায়।
বেশ কয়েকদিন পরে সর্বনিম্ন তাপমাত্রা (১৩.৮ ডিগ্রি সেলসিয়াস) ফের স্বাভাবিকে চলে এসেছে। টানা প্রায় ১৫ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। পশ্চিমাঞ্চলের জেলাগুলি সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যত্রও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। শুধুমাত্র কৃষ্ণনগরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে ছিল। উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন সমতল এলাকায় অবশ্য কনকনে ঠান্ডা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ৭-৮ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে।