দুই বাঙালি অর্থনীতিবিদকে বিরল সম্মান প্রেসিডেন্সির

কলকাতা: নোবেলজয়ী দুই বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বিরল সম্মানে ভূষিত করছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়৷ দু’জনেই প্রেসিডেন্সির প্রাক্তনী৷ নোবেল জয়ের জন্য অমর্ত্য সেনও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে হল অফ ফেমে তুলে দেওয়ার ঘোষণা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের৷ একইসঙ্গে বাঙালি গবেষক তথা অর্থনীতিবীদ অভিজিৎকে ডি-লিট সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ৷ বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্সি

imagesmissing

কলকাতা: নোবেলজয়ী দুই বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বিরল সম্মানে ভূষিত করছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়৷ দু’জনেই প্রেসিডেন্সির প্রাক্তনী৷ নোবেল জয়ের জন্য অমর্ত্য সেনও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে হল অফ ফেমে তুলে দেওয়ার ঘোষণা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের৷ একইসঙ্গে বাঙালি গবেষক তথা অর্থনীতিবীদ অভিজিৎকে ডি-লিট সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ৷

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে অর্থনীতিবীদ অমর্ত্য সেন ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে হল অব ফেমে তাঁদের মুখাবয়ব প্রকাশ করা হবে৷ একই সঙ্গে দেওয়া হবে ডি-লিট সম্মান৷ অর্থনীতিতে নোবেল পাওয়া তিন অর্থনীতিবিদ অভিজিৎবাবু-সহ তাঁর স্ত্রী এসথার ডুফলো ও মাইকেল কার্মারকে ডি-লিট উপাধি দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ৷

প্রেসিডেন্সি হল অব ফেমে সত্যজিৎ রায় থেকে শুরু করে বিশিষ্ট প্রাক্তনীদের প্রকাশ করা হলেও এই প্রথম অমর্ত্য সেন ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মুখাবয়ব প্রকাশ করতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *