কলকাতা: নোবেল জয়ের জন্য অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে এলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা৷ আজ তাঁর বালিগঞ্জের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানো পাশাপাশি তাঁকে সংবর্ধনা দেওয়ার প্রস্তাব দেন প্রেসিডেন্সির প্রাক্তনীদের একাংশ৷ সাতসকালে প্রাক্তনীদের সংবর্ধনা দেওয়ার প্রস্তাবে সম্মতি দেন নোবেলজয়ী৷
জানা গিয়েছে, জানুয়ারিতে অভিজিতবাবুকে সংবর্ধনা দেওয়া হবে৷ জানুয়ারিতে সংবর্ধনা দেওয়া হবে বলে স্থির করা হলেও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি৷ আজ তাঁর বাড়িতে যান প্রাক্তনরা৷ প্রাক্তনীদের প্রস্তাব শুনে নোবলজয়ী জানান, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত থাকবেন থাইল্যান্ডের৷ সেখানে বেশ কিছু গবেষণা মূলক কাজ রয়েছে তাঁর৷ সেখান থেকে ফিরে এসে জানুয়ারিতে তিনি সংবর্ধনা দেবেন৷ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানাতে পারেন রাজ্য সরকার৷
প্রাক্তনীরা জানিয়েছেন, সংবর্ধনা অনুষ্ঠানে পুরানো প্রেসিডেন্সিকে ফিরে দেওয়া চেষ্টা করা হবে৷ অভিজিতবাবুর সময়ে জীবিত অধ্যাপকদের আমন্ত্র জানিয়ে তাঁদের হাত থেকে সংবর্ধনা তুলে দেওয়ার চেষ্টা চলছে৷ একই সঙ্গে তাঁর সহপাঠীদের আমন্ত্রণ জানানো হবে বলেও জানানো হয়েছে৷