দক্ষিণ ২৪ পরগনা: আজ, বৃহস্পতিবার সরকারিভাবে সাগরমেলার সূচনা হবে। তার একদিন আগে বুধবার সাগরমেলা প্রাঙ্গণে দক্ষিণ ২৪ পরগনা জেলার অস্থায়ী প্রশাসনিক কার্যালয় চালু হয়ে গেল। কাকদ্বীপ লট-৮, নামখানা, সাগরদ্বীপের বেণুবন, কচুবেড়িয়া ও মেলা প্রাঙ্গণের নজরদারি ও ভিড় সামাল দিতে প্রশাসন ও পুলিসের পয়েন্ট ইনচার্জদের নিয়ে এদিন বিকেলে দীর্ঘ বৈঠক হয়। কাকদ্বীপের স্বপ্ননীড়ে সেই বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক ওয়াই রত্নকার রাও, মেলা আধিকারিক অতিরিক্ত জেলাশাসক শ্যামল মণ্ডল, অতিরিক্ত জেলাশাসক মৃণাল রানো, অতিরিক্ত জেলাশাসক নিখিলেশ মণ্ডল, পুলিস সুপার তথাগত বসু, মহকুমা শাসক শৌভিক চট্টোপাধ্যায়, বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা।
আজ থেকে শুরু সাগর মেলা
দক্ষিণ ২৪ পরগনা: আজ, বৃহস্পতিবার সরকারিভাবে সাগরমেলার সূচনা হবে। তার একদিন আগে বুধবার সাগরমেলা প্রাঙ্গণে দক্ষিণ ২৪ পরগনা জেলার অস্থায়ী প্রশাসনিক কার্যালয় চালু হয়ে গেল। কাকদ্বীপ লট-৮, নামখানা, সাগরদ্বীপের বেণুবন, কচুবেড়িয়া ও মেলা প্রাঙ্গণের নজরদারি ও ভিড় সামাল দিতে প্রশাসন ও পুলিসের পয়েন্ট ইনচার্জদের নিয়ে এদিন বিকেলে দীর্ঘ বৈঠক হয়। কাকদ্বীপের স্বপ্ননীড়ে সেই বৈঠকে হাজির