জলপাইগুড়ি ও পুরুলিয়া: যুবনেতাকে মারধরের অভিযোগে কোতোয়ালি থানা তৃণমূলের দু’জন কর্মীকে আটক করল। অভিযোগ, তাঁদের ছাড়ানোর জন্য জলপাইগুড়ির কোতোয়ালি থানা ঘেরাও করে রেখেছেন তৃণমূল নেতা-কর্মীরা। এদিন সকাল থেকেই থানার গেট আটকে রেখেছেন তৃণমূল সমর্থকরা। থানায় উপস্থিত হয়েছেন এমপি সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। ঘটনার জেরে কার্যত অবরুদ্ধ থানা রোড এলাকা।
অন্যদিকে, পুরুলিয়ার বরাবাজার ব্লকের ভাগাবাঁধ গ্রামপঞ্চায়েত এলাকা থেকে এক তৃণমূল কর্মীকে অপহরণ করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার রাতে। অপহৃত তৃণমূল কর্মীর গাড়িতে পোস্টার সেঁটে মুক্তিপণও দাবি করা হয়েছে বলে অভিযোগ। একই সঙ্গে ভাগাবাঁধ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জোর করে ক্ষমতা দখল করার প্রতিবাদেই এই কাজ করা হয়েছে বলে ওই পোস্টারে লেখা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।