নিজের চুল কাটিয়ে ক্যান্সার রোগিদের উপহার মহিলা পুলিশ কর্তার

কেরালা: ক্যান্সার আক্রান্তদের প্রতি সহমর্মিতা প্রদর্শ করতে এখন চুল দান করছেন সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ অনেকেই, এমনকি রিশিকা, তিতিরের মত ৬-৭বছরের অনেকেই৷ এবার এই তালিকায় যুক্ত হল সিনিয়র সিভিল পুলিশ অফিসার অপর্ণা লাভকুমারের নাম৷ কেরালার ত্রিশুর জেলার ইরিঞ্জালাকুড়ার অপর্ণা এর আগেও নিজের হাঁটু অব্দি লম্বা চুল নিয়মিত কেটে দান করতেন৷ তবে এবার একেবারে পুরো চুল

ed15ce48609faec8c4970bc8f545dcea

নিজের চুল কাটিয়ে ক্যান্সার রোগিদের উপহার মহিলা পুলিশ কর্তার

কেরালা: ক্যান্সার আক্রান্তদের প্রতি সহমর্মিতা প্রদর্শ করতে এখন চুল দান করছেন সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ অনেকেই, এমনকি রিশিকা, তিতিরের মত ৬-৭বছরের অনেকেই৷ এবার এই তালিকায় যুক্ত হল সিনিয়র সিভিল পুলিশ অফিসার অপর্ণা লাভকুমারের নাম৷ কেরালার ত্রিশুর জেলার ইরিঞ্জালাকুড়ার অপর্ণা এর আগেও নিজের হাঁটু অব্দি লম্বা চুল নিয়মিত কেটে দান করতেন৷ তবে এবার একেবারে পুরো চুল কেটে দান করার সিদ্ধান্ত নেন৷ অপর্না জানিয়েছেন ক্যান্সারের সঙ্গে লড়তে থাকা দশ বছরের এক পড়ুয়ার সঙ্গে তাঁর দেখা হওয়ার পর থেকেই নিজের চুল দানের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি৷

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে এই সিনিয়র পুলিশকর্ত্রী জানিয়েছেন, কেমোথেরাপির পরে যখন চুল উঠে যেতে থাকে তা খুবই উদ্বেগজনক হয়ে ওঠে৷ তাই নিজের পুরো চুল কেটে বিষয়টিকে স্বাভাবিক করে তুলে ক্যান্সার আক্রান্তদের পাশে থাকতে চেয়েছিলেন৷

অভিনেত্রী অনুষ্কা শর্মা এই পদক্ষেপের জন্য কেরলের এই পুলিশ কর্মকর্তার প্রশংসা করেছেন৷ বৃহস্পতিবার সকালেই, অভিনেত্রী ইনস্টাগ্রামে স্টোরিতে এই বিষয়টি শেয়ার করেছেন৷ অপর্না বরাবরই মানবদরদী, এর আগেও নিজের সোনার চুরি দান করে এক রোগীর পরিবারের পাশে দাঁড়িয়ে স্যোশাল মিডিয়ায় সারা ফেলেন তিনি৷ যদিও এই চুল দানের বিষয়টি নিয়ে নিজেকে প্রাধান্য দিতে নারাজ অপর্না৷ তাঁর মতে নিজের অঙ্গদান করে এর থেকেও বড় বড় নজির গড়েছেন অনেকেই৷

কেমোথেরাপির পরে বহু ক্যানসার রোগীই ভোগেন চুল ওঠার সমস্যায়৷ রোগীদের মনস্তত্ত্বে তা মারাত্মক প্রভাব ফেলে বলেই জানান চিকিৎসকেরা৷ তাই রোগীর মানসিক অবস্থার কথা ভেবে পরচুলা ব্যবহারেরই পরামর্শ দেন অধিকাংশ চিকিৎসক৷ কিন্তু তার মান ভাল হওয়া খুব প্রয়োজন৷ আসল চুল দিয়ে সেই উইগ তৈরি করলে ভাল হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *