পরীক্ষায় টুকলি রুখতে নয়া নির্দেশ ইউজিসি’র

নয়াদিল্লি: পরীক্ষায় টুকলি রুখতে এবার নয়া ফরমান জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি৷ দেশের বিভিন্ন বিশ্ব তববিদ্যালয় ও উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান নির্দেশিকা পাঠিয়ে ইউজিসি তরফে জানানো হয়েছে, টুকলি রুখতে পরীক্ষাকেন্দ্রে বসাতে হবে জ্যামার৷ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, পরীক্ষায় সময় ফোনে বা অন্য বৈদ্যুতিন গ্যাজেটের মাধ্যমে হাইটেক টুকলি ধকা পড়েছে বিভিন্ন সময়৷ ফলে, তা বন্ধ করার

পরীক্ষায় টুকলি রুখতে নয়া নির্দেশ ইউজিসি’র

নয়াদিল্লি: পরীক্ষায় টুকলি রুখতে এবার নয়া ফরমান জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি৷ দেশের বিভিন্ন বিশ্ব তববিদ্যালয় ও উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান নির্দেশিকা পাঠিয়ে ইউজিসি তরফে জানানো হয়েছে, টুকলি রুখতে পরীক্ষাকেন্দ্রে বসাতে হবে জ্যামার৷

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, পরীক্ষায় সময় ফোনে বা অন্য বৈদ্যুতিন গ্যাজেটের মাধ্যমে হাইটেক টুকলি ধকা পড়েছে বিভিন্ন সময়৷ ফলে, তা বন্ধ করার জন্য পরীক্ষা কেন্দ্রে জ্যামার বসানো প্রয়োজন৷ এর আগেই ২০১৬ সালে রেডিও ফ্রিকোয়েন্সি ডিভাইসের মাধ্যমে প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষা কেন্দ্রে স্বল্প শক্তির জ্যামার বসানোর অনুমোদন দেয় ইউজিসি৷ কিন্তু, টাকার অভাবে সেই নির্দেশ লাটে ওঠে৷

কিন্তু, এবার টাকার সংস্থানের উল্লেখ না করা হলেও বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠিতে পাঠিয়ে ইউজিসি জানিয়েছে, শ্রেণিকক্ষে জ্যামার বসাতে হবে৷ কী ধরণের জ্যামার বসাতে হবে তার মডেলও (EC-CRJ-6B5) উল্লেখ করা হয়েছে৷ নির্দিষ্ট স্থানের ১০০ মিটারের মধ্যে বেস ট্রান্সসিভার স্টেশন নেই এমন জায়গায় জ্যামার ব্যবহার করতেও বলা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *