ভোট চুরি রুখতে রাজ্যের প্রতিটি বুথেই বসছে নয়া প্রযুক্তি

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে ‘ভোট’ সুরক্ষায় নয়া উদ্যোগ নিল জাতীয় নির্বাচন কমিশন৷ কমিশন সূত্রে খবর, আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি বুথে থাকবে ভিভিপ্যাটের সুবিধা৷ রাজ্যের ৭৮৭৯৯টি বুথেই থাকবে ভোটার ভেরিফায়েব্ল পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাটের প্রযুক্তির এই ব্যবস্থা৷ ইভিএম নিয়ে বিরোধীদের দুর্নীতির অভিযোগ রুখতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে৷ ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বা বৈদ্যুতিন ভোটযন্ত্র

cee1268a7f9ba627a929128ade8be392

ভোট চুরি রুখতে রাজ্যের প্রতিটি বুথেই বসছে নয়া প্রযুক্তি

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে ‘ভোট’ সুরক্ষায় নয়া উদ্যোগ নিল জাতীয় নির্বাচন কমিশন৷ কমিশন সূত্রে খবর, আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি বুথে থাকবে ভিভিপ্যাটের সুবিধা৷ রাজ্যের ৭৮৭৯৯টি বুথেই থাকবে ভোটার ভেরিফায়েব্‌ল পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাটের প্রযুক্তির এই ব্যবস্থা৷ ইভিএম নিয়ে বিরোধীদের দুর্নীতির অভিযোগ রুখতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে৷ ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বা বৈদ্যুতিন ভোটযন্ত্র হল বোতাম টিপে ভোটদানের যন্ত্র। আর ভিভিপ্যাট (ভোটার ভেরিফায়েব্‌ল পেপার অডিট ট্রেল) হল সেই যন্ত্র, যা দিয়ে ভোটদাতার ভোট নির্দিষ্ট প্রার্থীর ঘরে গেল কি না, তা যাচাই করা যায়।

নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের সাধারণ নির্বাচনে প্রতিটি বুথে ভিভিপ্যাট (ভোটার ভেরিফায়াবল পেপার অডিট ট্রেইল) মেশিন বসানোর জন্য দেশীয় বিভিন্ন সংস্থাকে বরাত দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ১৭.৪৫ লক্ষ মেশিন কেনা হয়ে গিয়েছে। নতুন ইভিএম মেশিন কেনার জন্য ১২ হাজার কোটি টাকা ও ভিভিপ্যাট মেশিন কেনার জন্য ৩ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র৷

কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে৷ উল্লেখ্য, এবার নাম তোলার জন্য আড়াই মাস সময় দেওয়া হয়েছিল৷ তাতে প্রায় ৪০ লক্ষ আবেদন জমা পড়ে৷ যা অন্য বছরগুলির তুলনায় অনেক বেশি৷ সেই সব আবেদনের শুনানির সময় বাড়িয়ে ১৫ ডিসেম্বর করা হয়। পরে ৪ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল৷ কিন্তু সময় কম হয়ে যায়৷ সেই সঙ্গে এবারই প্রথম নাম তোলা ও সংশোধনের জন্য ‘ইআরওনেট’ নামে সিস্টেম চালু হয়৷ সেই সিস্টেমে সমস্যা দেখা দেয়৷ তার জন্য কিছুদিন দরকার বলে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে৷ মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুরোধ মেনেই ভোটার তালিকা প্রকাশের দিন বাড়িয়ে ১৪ জানুয়ারি করা হয়৷

ইতিমধ্যেই ইভিএম ও ভিভিপ্যাট যন্ত্রের ব্যাপারে জেলাশাসকদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের বহু কর্তার মতে, ইভিএম নিয়ে প্রশিক্ষক হিসেবে কমিশন-কর্তাদের রাজ্য সফর ও জেলাশাসকদের প্রশিক্ষণের আয়োজন এই প্রথম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *