নয়াদিল্লি: স্কুল শিক্ষা ব্যবস্থায় একের পর এক প্রস্তাব দিয়েই চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ এবার আরও একধাপ উপরে উঠে জারি হয়েছে নয়া বিধি৷
কেন্দ্রের তরফে দেওয়া প্রস্তাবে জানানো হয়েছে, এবার থেকে মিড ডে মিলের জন্য নিতে হবে ফুড লাইসেন্স৷ একইসঙ্গে স্কুলের ৫০ মিটারের মধ্যে কোন জাঙ্ক ফুড বিক্রি করা যাবে না৷ পড়ুয়াদের খাবারে অতিরিক্ত মিষ্টি, লবণ ও ঝাল দেওয়ার যাবে না৷ এবিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে৷ স্কুলপড়ুয়াদের এমন কোনও খাদ্য দেওয়া যাবে না, যাতে অতিরিক্ত মাত্রায় লবণ, চিনি ও ঝাল থাকে৷
এমনই বেশ কিছু খসড়া প্রস্তাব তৈরি করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া৷ সেখানে পড়ুয়াদের মিড ডে মিলের রান্নার জন্য লাইসেন্স বাধ্যতামূলক করার বিষয়ে খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে৷ পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা৷
তবে যে স্কুল পড়ুয়াদের পাতে খাবার তুলে দেওয়ার জন্য মাত্র বরাদ্দ ৪-৫ টাকা, সেখানে এই সমস্ত নির্দেশ কার্যকর করা সম্ভব? যেখানে নুন-ভাত, নুট-রুটি দিয়ে পড়ুয়াদের খিদের যন্ত্রণা মেটানো হয়, সেখানে স্কুলের মিড ডে মিলের জন্য ফুড লাইসেন্স কথা বলে মনে করছেন বিলাসিতা ছাড়া আর কিছুই নয় বলে মত শিক্ষকদের একাংশের৷