ঘূর্ণিঝড়ের প্রভাবে ৭ জেলায় স্কুল ছুটির বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের

কলকাতা: আরও শক্তি বাড়িয়ে রবিবার সকালে সাগর দ্বীপের আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল৷ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বাংলায় আছড়ে পড়ার আগে ঝড়ের গতিবেগ হতে পারে প্রতিঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার৷ বিধ্বংসী ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় এবার স্কুল ছুটির ঘোষণা করল রাজ্য শিক্ষা দপ্তর৷ বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষা দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের আশঙ্কায় দুই

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৭ জেলায় স্কুল ছুটির বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের

কলকাতা: আরও শক্তি বাড়িয়ে রবিবার সকালে সাগর দ্বীপের আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় বুলবুল৷ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বাংলায় আছড়ে পড়ার আগে ঝড়ের গতিবেগ হতে পারে প্রতিঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার৷ বিধ্বংসী ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় এবার স্কুল ছুটির ঘোষণা করল রাজ্য শিক্ষা দপ্তর৷

বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষা দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের আশঙ্কায় দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার সমস্ত স্কুল আগামী শনিবার বন্ধ থাকবে৷ শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামিকাল বুলবুল প্রভাবিত ৭ জেলায় প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত স্কুল ছুটির থাকবে৷

এর আগেও ফোনির তাণ্ডবের আশঙ্কায় স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছিল৷ সেবার ফোনির কারণে গরমের ছুটি এগিয়ে আনা হয়৷ টানা ৫৯ দিন ছুটি ঘোষণা করে রাজ্য সরকার৷ পরে এই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়৷ পরে, বিতর্কের জেরে গরমের ছুটি কমিয়ে আনতে বাধ্য হয় রাজ্য সরকার৷ এবার সেই বিতর্ক না গিয়ে শুধুমাত্র শনিবার সাত জেলায় ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর৷ একই সঙ্গে সমস্ত পুরসভার স্কুলেও ছুটি ঘোষণা করা হয়েছে৷

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৭ জেলায় স্কুল ছুটির বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের

অন্যদিকে, বীরবিক্রমে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল৷ ইতিমধ্যেই তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বুলবুল৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করে চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ হাওয়া অফিসের তরফে সতর্কবার্তা জারি করে ঘোষণা করা হয়েছে, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বুলবুল বাংলার সাগরদ্বীপের দিকে এগিয়ে আসছে৷ সাগরদ্বীপ থেকে তা চলে যাবে বাংলাদেশে৷ আর তার প্রভাবে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে৷ দুই ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পূর্ব মেদিনীপুরও অতি ভারী বৃদ্ধি হতে পারে৷ কলকাতায় ঝড়ো হাওয়া বইবে৷ হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত৷ শনিবার মাঝরাতে পড়বে ঘূর্ণিঝড় বুলবুল৷ ১৩৫ কিলোমিটার গতিবেগে বুলবুল আছড়ে পড়বে৷ উত্তাল হওয়ার সম্ভাবনা সমুদ্রের৷ প্রবল জলোচ্ছাসে সম্ভাবনা রয়েছে৷ এই মুহূর্তে বুলবুল রয়েছে ৫৩০ কিলোমাটারের মধ্যে৷ ঘণ্টায় ১৩ কিমি বেগে সমুদ্রের উপর দিয়ে বাংলার দিকে আসছে ঘূর্ণিঝড় বুলবুল৷

আর তার জেরে রাজ্যের সমস্ত উপকূল এলাকা কড়া সতর্কতা জারি হয়েছে৷ পর্যটন কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই কড়াকাড়ি শুরু ককেছে প্রশাসন৷ মৎস্যজীবীদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ পাঠানো হয়েছে৷ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার৷ আজ বিকেল থেকেই দফায় দফায় বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে৷ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব দুই ২৪ পরগনা-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷

ইতিমধ্যেই উত্তাল হতে শুরু করেছে সমুদ্র৷ দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, বকখালিতে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন৷ সৈকতে জারি নিষেধাজ্ঞা৷ সমুদ্র তীরবর্তী অঞ্চলে বেশকয়েকটি নিরাপদ আশ্রয়স্থল প্রস্তুত রাখা হয়েছে৷ দিঘা-সহ মন্দারমণি, শঙ্করপুর, বকখালির উপকূলবর্তী এলাকায় চলছে মাইকে প্রচার৷ ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালিয়ে যাচ্ছে প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *