জয়েন্টে বাংলা নয় কেন? সোচ্চার তৃণমূল, কটাক্ষ দীলিপের

কলকাতা: সংসদের শীতকালীন অধিবেশনে জয়েন্টে ভাষা বৈষম্য নিয়ে সরব হবে তৃণমূল৷ এমনই হুঁশিয়ারি দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ‘জয়েন্ট এন্ট্রান্স মেইন’ পরীক্ষায় আঞ্চলিক ভাষা হিসেবে শুধুমাত্র গুজরাটিকে প্রাধান্য কেন? এর বিরোধিতায় সোমবার রীতিমত রাস্তায় নেমে আন্দোলনে শামিল হল রাজ্যের শাসকদল৷ মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদ সভাও করা হয় দলের পক্ষ থেকে৷ স্বরাষ্ট্র মন্ত্রি

d2bbe83fd276977534ff4f48f3fbc307

জয়েন্টে বাংলা নয় কেন? সোচ্চার তৃণমূল, কটাক্ষ দীলিপের

কলকাতা:  সংসদের শীতকালীন অধিবেশনে জয়েন্টে ভাষা বৈষম্য নিয়ে সরব হবে তৃণমূল৷ এমনই হুঁশিয়ারি দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ‘জয়েন্ট এন্ট্রান্স মেইন’ পরীক্ষায় আঞ্চলিক ভাষা হিসেবে শুধুমাত্র গুজরাটিকে প্রাধান্য কেন? এর বিরোধিতায় সোমবার রীতিমত রাস্তায় নেমে আন্দোলনে শামিল হল রাজ্যের শাসকদল৷ মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদ সভাও করা হয় দলের পক্ষ থেকে৷

স্বরাষ্ট্র মন্ত্রি অমিত শাহের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ এনে অভিষেক বলেন নরেন্দ্র মোদী আর অমিত শাহ মিল পুরো দেশটাকেই গুজরাট বানাতে চাইছেন৷

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ইংরাজি ও হিন্দি ভাষার পাশাপাশি সম্প্রতি আঞ্চলিক ভাষা হিসেবে গুজরাটি ভাষাকেই অন্তর্ভুক্ত করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA৷ আঞ্চলিক ভাষাগুলির মধ্যে শুধু গুজরাটি কেন প্রাধান্য পেল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে তৃণমূল৷ বিরোধিতায় সরব হয়েছে বাম, কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দল এমনকি বাংলার ছাত্র-ছাত্রীরাও৷ অন্যদিকে,এবিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দীলীপ ঘোষের বক্তব্য একটা নগন্য বিষয়কে ইস্যু তৈরি করতে চাইছে তৃণমূল৷ এবিষয়ে বলতে গিয়ে আবারও এক বিতর্কিত মন্তব্য করে বসেন দীলিপ বাবু৷

তিনি বলেন “বাংলা থেকে ক’জন জয়েন্ট পরীক্ষা দেয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন? বাংলার সরকারি স্কুলে পড়ে জয়েন্ট দেওয়া যায় নাকি! গুজরাটে ৬০হাজার ছাত্রছাত্রী জয়েন্ট দেয়৷ এখানে কজন? এনটিএ যখন ভাষার জন্য আবেদন করতে বলেছিল তখন করেননি কেন? এখন বাংলা নিয়ে রাজনীতি করছেন!” এরপরই তার এই মন্তব্য করে ঘিরে শুরু হয়েছে জোর সমালোচনা৷ বাংলার একজন বাঙালি নেতা বাংলা ভাষা নিয়ে কিভাবে এই মন্তব্য করতে পারেন? উঠছে সে প্রশ্নও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *