স্পর্শের ভালো-মন্দ পুড়ায়াদের চেনাবে স্কুল, উদ্যোগ রাজ্যের

কলকাতা: সমস্যা যখন ‘স্পর্শ’৷ কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর স্বভাবতই অজানা ছোট ছোট শিশুদের কাছে৷ কিন্তু বর্তমান সমাজে যৌনতার বিকৃতির মাত্রা এতটাই বেড়ে গেছে যে বিভিষীকাময় হয়ে উঠছে শিশুদের শৈশব৷ গুরুতর এই সামাজিক ব্যাধিকে নির্মূল করা সম্ভব না হলেও সতর্কতা থেকে মিলতে পারে প্রতিরোধ৷ কিন্তু যাদের মধ্যে ভালো-মন্দ বোঝার ক্ষমতাই তৈরি হয়নি, তারা স্পর্শের এত

db3378c3dba411c6d573729a481c9b04

স্পর্শের ভালো-মন্দ পুড়ায়াদের চেনাবে স্কুল, উদ্যোগ রাজ্যের

কলকাতা: সমস্যা যখন ‘স্পর্শ’৷ কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর স্বভাবতই অজানা ছোট ছোট শিশুদের কাছে৷ কিন্তু বর্তমান সমাজে যৌনতার বিকৃতির মাত্রা এতটাই বেড়ে গেছে যে বিভিষীকাময় হয়ে উঠছে শিশুদের শৈশব৷

গুরুতর এই সামাজিক ব্যাধিকে নির্মূল করা সম্ভব না হলেও সতর্কতা থেকে মিলতে পারে প্রতিরোধ৷ কিন্তু যাদের মধ্যে ভালো-মন্দ বোঝার ক্ষমতাই তৈরি হয়নি, তারা স্পর্শের এত জটিলতা বুঝবে কি করে? তাই বিষয়টিকে শিশুদের কাছে সহজ করে তুলতে অর্থাৎ যৌন হেনস্থা সম্পর্কে তাদের সচেতন করতে ‘গুড টাচ ব্যাড টাচ’- এই ধারণা তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে৷ এসম্পর্কে বেসরকারি স্কুলগুললিতে উদ্যোগ দেখা গেলেও, সরকার বা সরকার অধিগৃহীত স্কুলগুলি অনেকটাই খানিকটা পিছিয়ে ছিল৷ এবার এবিষয়ে জোরদার পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার৷

স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড রাইটস অ্যান্ড ইউ (CRY)-এর আবেদনে সারা দিয়ে প্রথমে পাইলট প্রজেক্ট হিসেবে কাজ শুরু করতে চায় রাজ্য শিক্ষা দপ্তর৷ সোমবার এবিষয়ে বণিকসভা সিআইআই-এর সঙ্গে একটি মউ স্বাক্ষর করে ক্রাই৷ প্রথম পর্যায়ে রাজ্যের কলকাতা-সহ ছ’টি জেলার প্রায় ৩০০টি স্কুলে ৪ থেকে ১২ বছর বয়সিদের এই শিক্ষা দেওয়া হবে৷ শিশুদের পাশাপাশি তাদের অভিভাবক এমনকি শিক্ষক, শিক্ষাকর্মীদেরও যৌন হেনস্থার বিরুদ্ধে সচেতন করার প্রশিক্ষণ দেবে ‘ক্রাই’৷ এটি জেলা কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং মালদায় এই উদ্যোগ সফল এলে ভবিষ্যতে আরও বড় আকারে পরিকল্পনা গ্রহণ করা হবূ৷ ওই সব জেলার আপাতত ১০ শতাংশ প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলগুলিতে এই সচেতনতা চলবে৷

প্রসঙ্গত শিশুদের নির্যাতেনর খবর নিয়ে উদ্বিগ্ন শিশু অধিকার রক্ষা কমিশন ইতিমধ্যেই নানান সচেতনতামূলক উদ্যোগ নিয়েছে৷ গতবছরই একটি বিশেষ হেল্পলাইন চালু করেছে কমিশন৷ এই নম্বরে ফোন করে শিশুদের যৌন হেনস্থা সহ সব ধরনের হেনস্থার অভিযোগ জানানো যাবে৷ নম্বরটি হল – ৯৮৩৬৩০০৩০০৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *