শিক্ষক প্রশিক্ষণের ডিগ্রি যাচাইয়ে বড় ঘোষণা NCTE-র

কলকাতা: হবু শিক্ষকদের জন্য সুখবর দিল কেন্দ্র৷ নিয়োগের আগে শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল এনসিটিই৷ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই চাকরিপ্রার্থীদের সুবিধার্থে একটি পোর্টাল চালু করেছিল৷ এবার এই প্রক্রিয়া সরল করতে লিঙ্ক চালু করল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন৷ নয়া এই ব্যবস্থা কার্যকর হওয়ার ফলে এখন যদি কোনও বোর্ড

0c918c050412e51a039ad047d71a94a8

শিক্ষক প্রশিক্ষণের ডিগ্রি যাচাইয়ে বড় ঘোষণা NCTE-র

কলকাতা: হবু শিক্ষকদের জন্য সুখবর দিল কেন্দ্র৷ নিয়োগের আগে শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল এনসিটিই৷

ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই চাকরিপ্রার্থীদের সুবিধার্থে একটি পোর্টাল চালু করেছিল৷ এবার এই প্রক্রিয়া সরল করতে লিঙ্ক চালু করল ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন৷ নয়া এই ব্যবস্থা কার্যকর হওয়ার ফলে এখন যদি কোনও বোর্ড বা কমিশন প্রার্থীর ডিগ্রি যাচাই করতে চায়, তাহলে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে তথ্য ও ডিগ্রির সত্যতা পরীক্ষা করে নিতে পারবে৷ ফলে ভুয়ো ডিগ্রি নিয়ে স্কুলে চাকরির প্রবণা কমবে৷

শিক্ষক প্রশিক্ষণের ডিগ্রি বৈধ কি না তা জানতে ইতিমধ্যেই পোর্টাল খুলেছে এনসিটিই৷ ওই পোর্টালে দেখা যাবে শিক্ষক প্রশিক্ষণের সংশাপত্রের এনসিটিই’র অনুমোন আছে কি না৷ হবু শিক্ষকদের সমস্যা সমাধানে এখন থেকে অনুমোদিত কলেজের লেখা সার্টিফিকেট দেবে এনসিটিই৷ মর্মে আগেই জারি হয়েছিল বিজ্ঞপ্তি৷

অনুমদিত সার্টিফিকেট পেতে প্রার্থীদের অনলাইনে করতে হবে আবেদন৷ বিএড ও ডিএলএড ডিগ্রি বৈধ কি না তা দেখবেন কীভাবে৷ নীচের লিঙ্কে ক্লিক করলেই খুলে যাবে এনসিটিই ওয়েবসাইট৷ সেখানে গিয়ে নির্দিষ্ট তথ্য দিলেই করা যাবে রেজিস্ট্রেশন৷ (ncte.gov.in/OTPRMS/Teacher/TeacherRegistration.aspx)

কীভাবে পাওয়া যাবে শংসাপত্র? প্রথমে উপরে দেওয়া লিঙ্কে অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে৷ রেজিস্ট্রেশন পরবর্তী ২০০ টাকা অনলাইনে জমা করা হতে ওই প্রার্থীকে৷ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অনলাইন থেকেই শংসাপত্রের প্রিন্ট আউট করে নেওয়া যাবে৷ অনলাইনে নিজের নাম নথিভুক্ত করার সময় শিক্ষক যে কলেজ থেকে প্রশিক্ষণ নিয়েছেন, তার নামও উল্লেখ করতে হবে৷ যাতে বোঝা যাবে, ওই সংস্থাটি এনসিটিই’র অনুমোদিত কি না৷ আর তা না হলে সার্টিফিকেট পাওয়া যাবে না৷

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনসিটিইর অনুমোদনহীন কলেজ থেকে কোনও প্রার্থী শিক্ষক প্রশিক্ষণ নিয়ে থাকানে  তা গ্রাহ্য হবে না৷ এনসিটিই শঙ্কা, গোটা দেশজুড়ে এমন বহু কলেজ আছে যাদের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই অনুমোদন নেই৷ সেখানে মোটা টাকার বিনিময় প্রার্থীদের জাল ডিগ্রি বিক্রি করা হচ্ছে৷ ফলে ভবিষ্যতে যাতে এমন ঘটনা এড়ানো যায় সে দিকে লক্ষ্য করে এবার সরাসরি শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত এনসিটিই৷ একই সঙ্গে প্রতিষ্ঠানের বৈধতা আছে কি না তাও জানানো ব্যবস্থা করেছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *