সারদা মামলায় নলিনী চিদাম্বরমের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই

কলকাতা: সারদা মামলায় নলিনী চিদাম্বরমের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই৷ আজ, ১৫০ পাতার চার্জশিট পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ সারদা কাণ্ডে এর আগেও আইনজীবী নলিনী চিদাম্বরমকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়৷ কিন্তু, বরাবর তিনি হাজিরা এগিয়ে গিয়েছিলেন৷ পরে, আজ তাঁর বিরুদ্ধে এক কোটি টাকা তছরুপের অভিযোগে চার্জশিট পেশ করে সিবিআই৷ ২০১৬ সালের আগস্ট মাসে

9cdae9fff65bfc075f959aa926c07a50

সারদা মামলায় নলিনী চিদাম্বরমের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই

কলকাতা: সারদা মামলায় নলিনী চিদাম্বরমের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই৷ আজ, ১৫০ পাতার চার্জশিট পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ সারদা কাণ্ডে এর আগেও আইনজীবী নলিনী চিদাম্বরমকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়৷ কিন্তু, বরাবর তিনি হাজিরা এগিয়ে গিয়েছিলেন৷ পরে, আজ তাঁর বিরুদ্ধে এক কোটি টাকা তছরুপের অভিযোগে চার্জশিট পেশ করে সিবিআই৷

২০১৬ সালের আগস্ট মাসে সারদা কাণ্ডে ইডির সমন পেয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বরম৷ সারদা কেলেঙ্কারিতে চিদাম্বরমের স্ত্রী’র নাম প্রথম উঠে আসে সারদার মালিক সুদীপ্ত সেনের এক চিঠিতে৷ ২০১৩ সালে সিবিআইয়ের কাছে এ চিঠি পাঠিয়েই ফেরার হয়েছিলেন তিনি৷ সারদা তদন্তে পেশ করা সিবিআইয়ের ষষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিটেও তাঁর নাম উল্লেখ ছিল৷ সুদীপ্ত সেনের চিঠিতে, স্পষ্টই জানানো ছিল যে, সারদা-র অ্যাকাউন্ট থেকে তাঁকেও টাকা দেওয়া হয়৷ সে বক্তব্য খতিয়ে দেখতে গিয়ে দেখা যায়, নলিনী চিদাম্বরমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস ও সারদার তথ্যে বেশ গরমিল আছে৷ যে পরিমাণ টিডিএস কাটা হয়েছিল সারদার তরফে, তাতে জানা যাচ্ছে, তাঁকে দেওয়া সারদার টাকার অঙ্ক কোটিতে৷ যদিও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কয়েক লক্ষ টাকার হদিশ দিচ্ছে৷ অভিযোগ , সারদা একটি টিভি চ্যানেল কেনার সময় ১ কোটি টাকার বিনিময়ে মধ্যস্ততা করেন নলিনী। তাঁর অ্যাকাউন্টে লেনদেনেও কিছু গলদ নজরে এসেছিল ইডির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *