শিলিগুড়ি মহিলা কলেজ SFI নেত্রীর চুল করে হেননস্তার অভিযোগ

শিলিগুড়ি: কলেজে আটকে এস এফ আই নেতৃকে বেধরক মারধর ও চুল কেটে হেনস্তার অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে। অভিযোগ, এসএফআইয়ের শিলিগুড়ি মহিলা কলেজ শাখার আহ্বায়ক অনিন্দিতা চক্রবর্তী। বোনকে কলেজে আটকে রেখে মারধরের খবর পেয়ে কলেজে ছুটে আসে অনিন্দিতার দিদি অয়ন্তিকা চক্রবর্তী৷ অয়ন্তিকাকে দিদিকেও কলেজের বাইরে বেধরক মারধর করে টিএমসিপির বহিরাগতরা। দুই মেয়ে কলেজে টিএমসিপির হাতে আক্রান্ত হওয়ার

শিলিগুড়ি মহিলা কলেজ SFI নেত্রীর চুল করে হেননস্তার অভিযোগ

শিলিগুড়ি: কলেজে আটকে এস এফ আই নেতৃকে বেধরক মারধর ও চুল কেটে হেনস্তার অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে। অভিযোগ, এসএফআইয়ের শিলিগুড়ি মহিলা কলেজ শাখার আহ্বায়ক অনিন্দিতা চক্রবর্তী। বোনকে কলেজে আটকে রেখে মারধরের খবর পেয়ে কলেজে ছুটে আসে অনিন্দিতার দিদি অয়ন্তিকা চক্রবর্তী৷ অয়ন্তিকাকে দিদিকেও কলেজের বাইরে বেধরক মারধর করে টিএমসিপির বহিরাগতরা। দুই মেয়ে কলেজে টিএমসিপির হাতে আক্রান্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এসএফআই নেতৃ অনিন্দিতা চক্রবর্তীর বাবা ও মা।

টিওমসিপির আক্রমণের হাত থেকে রেহাই পায়নি তারাও। তাদেরকেও বেধরক মারধর করা হয় বলে অভিযোগ৷ বৃহস্পতিবার টিএমসিপির দলীয় কর্মসূচীতে জোড় করে শিলিগুড়ি মহিলা কলেজ থেকে তুলে নিয়ে যাওয়া হয় দুশো ছাত্রীকে। প্রতিবাদে শিলিগুড়ি মহিলা কলেজের টিচার ইন চার্জ সাথী ব্যানার্জীকে একটি স্মারক লিপি দেওয়া হয়। তারই প্রতিশোধ নিতে এই হামলা। আহতদের দেখতে হাসপাতালে পৌঁছান শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 15 =